দক্ষিণ আফ্রিকাকে অল্পতে আটকে দিল নেপাল
ধারে-ভারে দক্ষিণ আফ্রিকার ধারে কাছেও নেই নেপাল। তবুও, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ বলে কথা। শুরু থেকেই চমক আর চমক। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তেমন চমক দেখাল নেপাল। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে দাপুটে বোলিং দিয়ে অল্পতেই আটকে দিয়েছে নেপাল। প্রোটিয়াদের বিপক্ষে জয় পেতে নেপালিদের লক্ষ্য স্রেফ ১১৬ রান।
বিশ্বকাপের ৩১তম ম্যাচে আজ শনিবার ভোরে মুখোমুখি হয়েছে নেপাল ও দক্ষিণ আফ্রিকা। ডি গ্রুপের ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১১৫ রানেই শেষ দক্ষিণ আফ্রিকা।
টানা তিন জয়ে এরই মধ্যে সুপার এইট নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। নেপালের বিপক্ষে ম্যাচটি তাদের কাছে স্রেফ নিয়ম রক্ষার হলেও নেপালিদের কাছে অস্তিত্ব বাঁচিয়ে রাখার।
সেইন্ট ভিনসেন্টের এই পিচেই নেদারল্যান্ডসের সামনে ১৫৯ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ। একই পিচে রান তুলতে খাবি খাচ্ছিল প্রোটিয়ারা। ম্যাচের শুরুতেই তারা হারায় ডি কককে। দলীয় ২২ রানে এইরির বলে কট এন্ড বোল্ড হয়ে ১০ রানে থামে কুইনির ইনিংস। ওয়ানডাউনে নেমে ধীরে শুরু করেন এইডেন মার্করাম। ২২ বলে তার ১৫ রানের ইনিংস থামে বোল্ড হয়ে।
বাকিরাও মেতেছিলেন উইকেটে-আসা যাওয়ার মিছিলে। স্রোতের বিপরীতে থেকে শুধু ৪৩ রানের খেলেন রেজা হেনড্রিক্স। যদিও সেটি ছিল মন্থর। এই রান করতে তিনি মোকাবিলা করেন ৪৯ বল। আর শেষ দিকে দলের রান তুলতে ভূমিকা রাখেন স্টার্বস। তিনি ১৮ বলে ২৭ রান করলে কোনো মতে ১১৫ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। এবার ব্যাট হাতে এই রান তাড়া করতে পারলেই দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার হারানোর ইতিহাস গড়বে হিমালয়ের দেশটি।