সুপার এইটে উঠেই সুখবর পেল যুক্তরাষ্ট্র
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের বিস্ময় যুক্তরাষ্ট্র। প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েছে দলটি, এবারের আসরে সহ-আয়োজকও দেশটি। প্রথমবারেই নিজেদের ইতিহাসের পাতায় তুলেছে তারা। যে দেশে ক্রিকেট নিয়ে মাতামাতি কোনো নেই, সেখানেই এখন চলছে উৎসব।
ভারত-পাকিস্তানের সঙ্গে এক গ্রুপে পড়েও যুক্তরাষ্ট্র উঠেছে সুপার এইটে। সুপার এইটে ওঠার পথে মার্কিনিরা হারিয়েছে পাকিস্তানকে। জন্ম দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন। এমনকি গতবারের রানার্সআপ পাকিস্তান এবার বাদ পড়েছে গ্রুপপর্বেই।
আয়ারল্যান্ডের বিপক্ষে গতকাল শুক্রবার (১৪ জুন) সর্বশেষ ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ায় দুটি লাভ হয়েছে যুক্তরাষ্ট্রের। সুপার এইটে ওঠার পাশাপাশি পেয়েছে আরেকটি সুখবর। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেল দলটি। পরের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। আইসিসির নিয়ম অনুযায়ী, এই বিশ্বকাপের সুপার এইটে স্থান পাওয়া আট দল সরাসরি খেলার সুযোগ পাবে পরের আসরে। তাতেই, কপাল খুলেছে যুক্তরাষ্ট্রের।
নিজেদের গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে জায়গা করে নিল যুক্তরাষ্ট্র। প্রথমবার অংশ নেওয়া দলটি আসর শুরু করে কানাডাকে হারিয়ে। এরপর, পাকিস্তানের সঙ্গে সুপার ওভারে পায় ঐতিহাসিক জয়। ভারতের সঙ্গে তৃতীয় ম্যাচটিও জমিয়ে তুলেছিলেন অ্যারন জোন্স-সৌরভ নেত্রবালকাররা। বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি সিরিজে বাংলাদেশকেও ২-১ ব্যবধানে হারিয়েছিল মার্কিনিরা। সবমিলিয়ে সেখানকার ক্রিকেটে বইছে সুবাতাস।