আর কতদিন ম্যাচ জেতাবেন বোলাররা?
একটা সময় বাংলাদেশের জয়ে মূল ভূমিকা রাখতেন ব্যাটাররা। তবে, সময়ের পরিক্রমায় তা এখন হারানো অতীত। লম্বা সময় ধরেই হাসছে না ব্যাটারদের ব্যাট। বিশ্বকাপের মতো মঞ্চেও যে ধারা অব্যাহত। সুপার এইটে উঠলেও প্রতিটি ম্যাচেই জয়ের নায়ক বোলাররা। প্রশ্ন উঠেছে আর কত ম্যাচ জেতাবেন তানজিম-মুস্তাফিজরা। এভাবে কি আসলেই বিশ্বমঞ্চে ভালো করা যায়?
নেপালকে হারিয়ে বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে, চিন্তার বড় কারণ ব্যাটারদের অফফর্ম। কোনোভাবেই ছন্দে ফিরতে পারছেন না ব্যাটাররা। বিশেষ করে টপ অর্ডারে তিন ব্যাটার শান্ত, লিটন ও সৌম্যর ব্যাট হাসছে না লম্বা সময় ধরে। মাঝে তানজিদ তামিম ২-১টি ভালো ইনিংস খেললেও ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ।
স্বাভাবিকভাবেই এমন হতশ্রী ব্যাটিং নিয়ে চিন্তিত ভক্তরা। কারণ সুপার এইটে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচগুলোতে বিশ্বমানের বোলিং আক্রমণের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। কিন্তু ব্যাটাররা এমন অফফর্ম ছাপিয়ে সেই ম্যাচগুলোতে জ্বলে উঠতে পারবেন তো? বর্তমান ফর্ম বিবেচনায় নিশ্চিত করে বলা কঠিন। তবে, ভক্তদের চাওয়া ফর্মে ফিরুক এই ব্যাটাররা। নয়তো প্রথমবারের মতো সেমিতে খেলার যে স্বপ্ন দেখতে শুরু করেছেন, তা হয়তো ভেস্তে যেতে পারে।
ব্যাটাররা কবে দায়িত্ব নেবেন, এমন প্রশ্নে অধিনায়ক শান্ত বলেন, ‘প্রতিদিন বোলারদের পক্ষে ম্যাচ জেতানো সম্ভব নয়। আমি আশা করি প্রতিদিনই জেতাক। তবে, ব্যাটারদেরও দায়িত্ব আছে। কেন ব্যাটাররা ভালো করতে পারছে না, সেটা কিন্তু আমরা বের করার চেষ্টা করছি। কিন্তু কোনোভাবে হচ্ছে না। সত্য বলতে, এটা আসলে মেনে নেওয়ার মতো নয়। তবে, আমি আশাবাদী দ্রুতই তারা ফর্মে ফিরবেন।’