১৫ ঘণ্টায় ভাঙল সাকিবের রেকর্ড, কিউই তারকার ইতিহাস
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে রানবন্যার দেখা না মিললেও একের পর এক রেকর্ড গড়ে চলেছেন বোলাররা। কখনও সর্বোচ্চ উইকেট তো কখনও সর্বোচ্চ ডটবল। এবার সেই তালিকায় যোগ হলো নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার লকি ফার্গুসনের নাম। মাত্র ১৫ ঘণ্টার ব্যবধানে তানজিম সাকিবের রেকর্ড ভেঙেছেন তিনি।
নেপালের বিপক্ষে মাত্র ৭ রান খরচায় ৪ উইকেট নিয়ে তাক লাগিয়ে দেন পেসার সাকিব। গড়েন বিশ্বকাপে এক ইনিংসে কোনো বোলারের সর্বোচ্চ ডটবলের রেকর্ড। কিন্তু কে জানত, তার সেই রেকর্ড টিককে মাত্র কয়েক ঘণ্টা।
তার ২১ ডট বলকে ছাপিয়ে নিউজিল্যান্ডের লকি ফার্গুসন দিয়েছেন ২৪টি ডট বল! শুনতে অবিশ্বাস্য লাগলেও পাপুয়া নিউগিনির বিপক্ষে এমনই এক বিরল রেকর্ড গড়েছেন এই তারকা ক্রিকেটার। কোনো রান না দিয়েই নিয়েছেন ৩ উইকেট।
পাপুয়া নিউগিনির বিপক্ষে চার ওভার বল করে সবগুলোই মেডেন দিয়েছেন লকি ফার্গুসন। অর্থাৎ, এমনই এক রেকর্ড করেছেন কিউই ফাস্ট বোলার, যা কেউ চাইলেও আর ভাঙতে পারবে না। সর্বোচ্চ ফার্গুসনের রেকর্ড ছোঁয়া যাবে।
৪ ওভারে ৪ মেডেন, আন্তর্জাতিক টি–টোয়েন্টি প্রথম এমনটা দেখে ২০২১ সালে। কানাডার বাঁহাতি স্পেনার সাদ বিন জাফর কুলিজে পানামার বিপক্ষে ৪ ওভারে কোনো রান না দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এ ছাড়া এক ম্যাচে ৩টি করে মেডেন নিয়েছেন দুজন।
এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ডট বল দেওয়ার রেকর্ড ভাঙল কয়েকবার। চার ওভার বল করে সবচেয়ে কম রান দেওয়া বোলিং ফিগারগুলোও এসেছে এই বিশ্বকাপেই। যার মধ্যে রয়েছে তানজিম হাসান সাকিবের ২১ ডট সহ ৭ রান দিয়ে ৪ উইকেট শিকার।