সুপার এইটে কে কার প্রতিপক্ষ, দেখে নিন ম্যাচের সময়সূচি
গ্রুপপর্বের লড়াই শেষ, এবার সুপার এইটের অপেক্ষা। ২০ দলের মধ্যে শিরোপা দৌড়ে টিকে আছে ৮টি। আর ছিটকে গেছে বাকি ১২টি। আগামী ১৯ জুন থেকে শুরু হবে শেষ আটের লড়াই, চলবে ২৫ জুন পর্যন্ত। এর আগে দেখে নেওয়া যাক সুপার এইট নিশ্চিত করল কারা। আর কার প্রতিপক্ষ কে।
আগামীকাল বুধবার (১৯ জুন) থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের লড়াই। প্রথম ম্যাচেই মাঠে নামবে বিশ্বকাপের অন্যতম চমক এবং সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। পরদিন বৃহস্পতিবার (২০ জুন) দুটি ম্যাচ। প্রথম ম্যাচে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। রাত সাড়ে ৮টায় মাঠে নামবে আফগানিস্তান ও ভারত।
বাংলাদেশ অবশ্য মাঠে নামবে দুদিন পরে। শুক্রবার (২১ জুন) সকালে সুপার এইটে বাংলাদেশের প্রথম ম্যাচ শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে। দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এরপর ২২ জুন রাতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।
২৩ জুন ভোরে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। এরপর ২৪ জুন ভোরে দক্ষিণ আফ্রিকাকে আতিথ্য দেবে ওয়েস্ট ইন্ডিজ। আর রাতের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। আর ২৫ জুন সকালে সুপার এইটের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ লড়বে আফগানিস্তানের বিপক্ষে। সুপার এইট থেকে সেমিতে যেতে হলে প্রতিটি দলকে কমপক্ষে দুটি করে ম্যাচ জিততে হবে।