ক্যারিবীয় ঝড়ে উড়ে গেল আফগানিস্তান
টি-টোয়েন্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুসঙ্গ যেটা, সেই পাওয়ার হিটিং ওয়েস্ট ইন্ডিজের সহজাত। রান খরার এই বিশ্বকাপেও আফগানিস্তানের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন ক্যারিবীয়রা। এমন রেকর্ড গড়ার ম্যাচে বড় জয় পেয়েছে রোভম্যান পাওয়েলের দল। যা সুপার এইটের লড়াইয়ের আগে তাদের জন্য বড় স্বস্তির।
আজ মঙ্গলবার (১৮ জুন) ড্যারেন সামি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২১৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৬.২ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১১৪ রান তোলে আফগানরা। ১০৪ রানের জয়ে সুপার এইটের আগে প্রস্তুতি সারল ক্যারিবীয়রা।
শুরুতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়ে ভুল করে ওয়েস্ট ইন্ডিজ। রীতিমত তাণ্ডব চালিয়েছেন নিকোলাস পুরান।। তার ৯৮ রানের বিস্ফোরক ইনিংসে ৫ উইকেট হারিয়ে ক্যারিবিয়ানরা ২১৮ রানের সংগ্রহ পেয়েছে। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড সংগ্রহ। এই আসরেরও এখন পর্যন্ত সর্বোচ্চ।
বিশাল এই স্কোরের সামনে উড়ে যায় আফগান দল। ১৬.২ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় তারা। তৃতীয় বলে গুরবাজের আউটের পর ভালোই চলছিল আফগানদের লড়াই। ইব্রাহিম জাদরানের ব্যাট স্কোরবোর্ড সচল রাখছিল। কিন্তু গুলবাদিন নাইব ৭ রানে সাজঘরে ফিরতেই ইব্রাহিমও টেকেননি বেশিক্ষণ। ২৮ বলে ৩৮ রান করেছেন তিনি। এটাই ছিল তাদের ইনিংসের সর্বোচ্চ। এর পর মাথা তুলে দাঁড়াতে পারেনি কেউ। রশিদ শেষ দিকে ১১ বলে ১৮ রানের ইনিংসে বিনোদন দেওয়ার চেষ্টা করেছেন।