সাকিবের প্রশংসায় পঞ্চমুখ ডেল স্টেইন
তানজিম হাসান সাকিবে আইডল ডেল স্টেইন—ক্রিকেটপাড়ায় এ কথা অজানা নয়। সাকিব নিজের মুখেই জানিয়েছিলেন সেই কথা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ম্যাচের পর নিজ আইডল স্টেইনের সঙ্গে কথা হয়েছিল সাকিবের। তবে, নেপালের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে সাকিবের পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন স্টেইন।
নেপালকে প্রায় একাই ধসিয়ে দিয়েছেন সাকিব। চার ওভারে সাত রানে চার উইকেট। ডটবল ২১টি। সেই ম্যাচের ধারাভাষ্য কক্ষে ছিলেন কিংবদন্তি পেসার স্টেইন। সাকিবের খেলা দেখে অভিভূত এই তারকা জানান, সাকিবের গতি ও বলের লাইন চমৎকার।
বাংলাদেশি গণমাধ্যমের মুখোমুখি হয়ে স্টেইন বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ম্যাচে তার বোলিং দেখেছিলাম। কথাও হয়েছিল। আবারও দেখলাম। তার বোলিং চমৎকার। শুধু জোরে বল করলেই হয় না। লাইন ঠিক রাখতে হয়। ঠিক সময়ে ছন্দ ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ। তানজিম সাকিবের মধ্যে এই ব্যাপারটা আছে। সে জানে কখন কোথায় বল করতে হয়।’
নেপাল ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের পর সাকিব বলেন, ‘আমার লক্ষ্য ছিল ভয় না পেয়ে ভালো জায়গায় বল করা। আমরা জানতাম এই লক্ষ্যেই আমরা নেপালকে আটকে দিতে পারব। আমি নিজের পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছি। আমরা নিজেদের ওপর ভরসা রেখেছি, যেটা আসলে কাজে দিয়েছে।’