সুপার এইটে বাংলাদেশের ম্যাচে আম্পায়ার থাকছেন যারা
প্রতিটি আইসিসি ইভেন্টেই বাংলাদেশের ম্যাচগুলোতে আম্পায়ারিং নিয়ে ওঠে প্রশ্ন। এবারও তার ব্যতিক্রম ছিল না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেও দেখা গেছে তেমনটা। যা নিয়ে হয়েছে তুমুল সমালোচনা। এবার সুপার এইটে বাংলাদেশের ম্যাচগুলোতে কারা দায়িত্ব পালন করবেন, সেই তালিকা প্রকাশ করেছে আইসিসি।
গতকাল মঙ্গলবার (১৮ জুন) এক বিবৃতির মাধ্যমে সুপার এইটের ম্যাচ অফিসিয়ালদের নাম প্রকাশ করে আইসিসি। সেই হিসেবে আগামী ২১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের সুপার এইট অভিযান। এই ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে থাকছেন রিচার্ড ইলিংওর্থ ও মাইকেল গফ। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন কুমার ধর্মসেনা, চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আদ্রিয়ান হোলস্টোক। আর ম্যাচ রেফারি হিসেবে থাকছেন রিচি রিচার্ডসন।
এরপর ২২ জুন সুপার এইটের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন মাইকেল গফ ও আদ্রিয়ান হোলস্টোক। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন ল্যাংটন রাসের। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকছেন রিচার্ড ক্যাটেলবোরো। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন রঞ্জন মাদুগালে।
আর সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আগামী ২৫ জুন আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে মাঠের রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ল্যাংটন রাসের ও নিতিন মেনন। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন আদ্রিয়ান হোলস্টোক। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন আহসান রাজা। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন রিচি রিচার্ডসন।