সেমি নিশ্চিতে দক্ষিণ আফ্রিকার সামনে সহজ লক্ষ্য
জমে উঠেছে বিশ্বকাপের সুপার এইটের লড়াই। ইংল্যান্ড বাদে এখনও কোনো দল শেষ চার নিশ্চিত না করলেও সেমির দৌড়ে আছে মোটামুটি সবাই। দ্বিতীয় দল হিসেবে গ্রুপ টু থেকে সেমি নিশ্চিতের ম্যাচে মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। যে ম্যাচে আগে ব্যাট করে প্রোটিয়াদের সহজ লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিকরা।
আজ সোমবার (২৪ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৩৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে সর্বোচ্চ ৪২ বলে ৫২ রান করেন রোস্টন চেজ।
ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। দলীয় ২ রানের মাথায় শাই হোপের উইকে হারায় দলটি। এরপর ৫ রানের মাথায় ফেরেন আরেক ব্যাটার নিকোলাস পুরাণ। শুরুতে এই দুই উইকেট হারালেও পরবর্তীতে দারুন এক জুটি গড়ে ক্যারিবীয়রা। ৮১ রানের জুটি গড়েন কাইল মায়ার্স ও রোস্টন চেজ। ৩৪ বলে ৩৫ রান করে ফেরেন মায়ার্স।
আর তার বিদায়ের পর ফেরেন আরেক ব্যাটার রোভম্যান পাওয়েল। ২ বলে ১ রানের বেশি করতে পারেননি তিনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষমেশ ১৩৫ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন স্পিনার তাবরিজ শামসি।