গোল বাতিল ইস্যুতে ফিফার কাছে অভিযোগ আর্জেন্টিনার
আগামীকাল পর্দা উঠবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’খ্যাত প্যারিস অলিম্পিকের। অবশ্য শুরুর আগেই বিপাকে আয়োজকরা। বিশেষ করে মরক্কোর বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার গোল বাতিলের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, অলিম্পিকে আর্জেন্টিনা ও মরক্কো ম্যাচের পর ফিফা ডিসিপ্লিনারি কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বিষয়টি নিশ্চিত করেছেন সভাপতি ক্লদিও তাপিয়া।
এর আগে, গোল বাতিলের কারণে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর কাছে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। যদিও দর্শকদের বিশৃঙ্খলায় খেলা বন্ধ হওয়ার আগেও ২-২ সমতায় ছিল দুদল। তবে, এরপরই পাল্টে যায় দৃশ্যপট। প্রায় দুইঘণ্টা পর শুরু হয় খেলা।
মিনিট তিনেক খেলা হলেও আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি অফসাইড ছিল জানিয়ে বাতিল করেন রেফারি। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি আলবিসেলেস্তারা। এমন ঘটনায় বেশ ক্ষুব্ধ আর্জেন্টিনার বোর্ড সভাপতি ও তারকা ফুটবলার লিওনেল মেসি।
সভাপতি তাপিয়া এক্সে লিখেছেন, ‘দুই দলের অধিনায়ক চেয়েছিল ম্যাচটা যাতে আর মাঠে না গড়ায়। কিন্তু তাদের মতামত শোনা হয়নি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এরই মধ্যে ফিফা ডিসিপ্লিনারি কমিটিতে আনুষ্ঠানিক অভিযোগ করেছি, যেন যথাযথ উদ্যোগ নেওয়া হয়, যারা দায়ী তাদের যেন নিষেধাজ্ঞা দেওয়া হয়। সহিংসতার কারণে আর্জেন্টাইন প্রতিনিধিরা ভুগবে, এর কোনো মানেই হয় না। এটা টুর্নামেন্টের নিয়মের বরখেলাপ।’
এর আগে, ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি লেখেন, ‘অবিশ্বাস্য’। এই বিষয়ে ফিফা এখন কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার পালা।