তবে কি ম্যানচেস্টার সিটি ছাড়ছেন আলভারেজ?
জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা জয়ের মিশন শেষ। এবার জুলিয়ান আলভারেজের ব্যস্ততা অলিম্পিকের মঞ্চে। সেটিও দেশের হয়েই। আর্জেন্টিনাকে স্বর্ণ এনে দেওয়ার মিশনে লড়ছেন এই বিশ্বকাপজয়ী তারকা। তবে অলিম্পিক চলাকালীনই প্রশ্ন উঠেছে আলভারেজের ক্লাব ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে। তার জবাবে আলভারেজ যা বলেছেন, তাতে ম্যানচেস্টার সিটির ভক্তদের চিন্তা কিছুটা বাড়তেই পারে।
যদিও ম্যানচেস্টার সিটির সঙ্গে আলভারেজের চুক্তির মেয়াদ আরও চার বছর বাকি। এত আগে ক্লাব ক্যারিয়ার নিয়ে মন্তব্য করাটাও অমূলক। তবুও আলভারেজ সরাসরি কিছু না বললেও অলিম্পিক শেষে বিষয়টি নিয়ে ভাববেন বলে জানিয়েছেন।
অলিম্পিকে দলের হয়ে তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে আলভারেজ বলেছেন, ‘এই বিষয়ে (ক্লাব ছাড়ার ইস্যু) অনেক কথা হচ্ছে। এখন আমি কেবল এখানে (অলিম্পিকে) মনোযোগী, কারণ এটা ছোট একটা টুর্নামেন্ট। ম্যানচেস্টার সিটিতে আমি খুব ভালো আছি, অনেক মিনিট খেলেছি। তবে গেমসের পর এই বিষয়ে (ক্লাব ছাড়ার বিষয়ে) ভাবব। প্রথমত, সম্ভব হলে আমি কিছুদিনের ছুটি নিব। এরপর আমরা সিদ্ধান্ত নিব।’
ম্যানচেস্টার সিটিতে দারুণ সম্ভাবনা নিয়ে গেলেও খুব একটা সুযোগ পাচ্ছেন না আলভারেজ। কম্বিনেশনের কারণে বেশিরভাগই শুরুর একাদশে তাকে রাখেন না কোচ পেপ গুয়ার্দিওয়ালা। বারবার একাদশে না থাকার বিষয়টিই হয়তো ভাবাচ্ছে আলভারেজ। যদি সেটা হয় তাহলে আলভারেজ ম্যানসিটি ছাড়লে অবাক হওয়ার কিছু থাকবে না।