দেশে নেই পাপন, কে হচ্ছেন বিসিবিপ্রধান?
দেশের পরিবর্তিত পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদ যেহেতু আওয়ামী লীগ–সমর্থিত তাই মোটামুটি সবাই আত্মগোপনে। বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপনও এই মুহূর্তে ইংল্যান্ডে। সে জন্য দেশের ক্রিকেট কার নেতৃত্বে চলবে সেটা নিয়ে জেগেছে শঙ্কা। পাপনের পরিবর্তে আগামীতে কে নেতৃত্ব দেবেন বিসিবিকে সেটা নিয়েও উঠেছে প্রশ্ন!
এমন প্রশ্নের উত্তর জানতে চাইলে আজ রোববার নতুন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়ে দিলেন, যা হবে আইসিসির নিয়ম অনুসারেই হবে। সেক্ষেত্রে নিয়ম অনুসারে নতুন করে কাকে বিসিবিপ্রধান করা যায় সে ব্যাপারেও ভাবছেন নতুন উপদেষ্টা।
পাপনের ভবিষ্যৎ নিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘বর্তমানে বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটা সংস্থাকে কাজ করতে হলে সবার উপস্থিতি প্রয়োজন। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যেহেতু তিনি অনুপস্থিত আছেন, তাই আমরা বিসিবির যারা পরিচালক আছেন, তাদের সঙ্গে কথা বলেছি। তারা আইসিসির আইন মেনে যেটা করার, সেটাই করবেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ দেওয়া যায় কিনা সেই বিষয়টিও দেখতে বলেছি।’
গত ৫ আগস্ট ছাত্র-জনতার তোপের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ভেঙে দেওয়া হয়ে মন্ত্রীসভা। মন্ত্রীত্ব হারিয়েছেন সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনও। তবে, এখনও বিসিবিপ্রধান হিসেবে আছেন তিনি। কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাওয়াতে সেই পদ হারানোর শঙ্কায়ও পড়েছেন নাজমুল হাসান।
যদিও নিয়মের বাইরে গিয়ে কিছু করবেন না নতুন উপদেষ্টা। কারণ, বিসিসির নিয়মের বাইরে গিয়ে ক্রিকেট বোর্ড পুনর্গঠনে হস্তক্ষেপ করতে পারবে না সরকার। অতীতে সরকারি হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড আইসিসির নিষেধাজ্ঞায় পড়েছিল। বাংলাদেশের ক্রিকেটকে সে দিকে ঠেলে দেবেন না নতুন উপদেষ্টা। যা করবেন আইন মেনেই করার চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন আসিফ মাহমুদ।