পদত্যাগ ইস্যুতে মুখ খুললেন কাজী সালাউদ্দিন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর দেশে শুরু হয়েছে রাজনৈতিক পালাবদল। ফুটবলেও টানা ১৬ বছরের বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠেছে। বাফুফে ভবনের সামনে চলছে বিক্ষোভ ও মানববন্ধন। এমন পরিস্থিতিতে অবশেষে মুখ খুললেন কাজী সালাউদ্দিন।
গত কয়েকদিন ধরে বাংলাদেশ ফুটবল আল্ট্রাস ও একদল ফুটবল সমর্থক বাফুফে সভাপতির পদত্যাগের দাবিতে আন্দোলন করছে। অবশেষে আজ মঙ্গলবার (১৩ আগস্ট) দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পদত্যাগ প্রসঙ্গে নিজের ভাবনা জানান সালাউদ্দিন।
পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্নে সালাউদ্দিনের উত্তর, ‘প্রথমত, বাংলাদেশ ফুটবল আল্টার্সের কী ভূমিকা ফুটবলে? আমি ঘোষণা দিয়েছি ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন হবে। আমি নির্বাচন করতে পারব কিনা তারা বলার কে? তাদের কে অধিকার দিয়েছে আমাকে হুমকি দেওয়ার?’
সালাউদ্দিন আরও যোগ করেন, ‘আমি পদত্যাগ করছি না। আমি আরও আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি কোন হুমকির মুখে ফুটবল ছাড়ব না। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার বললে আমি ব্যাপারটা ভেবে দেখতাম। কিন্তু কোথা থেকে কিছু ছেলে-পেলে আমাকে হুমকি দেবে, এটা মেনে নেওয়া যায় না। ওরা বলেছে, আমাকে যেখানে পাবে, সেখানেই নাকি মারবে। এটা তো ওরা বলতে পারে না।’
এই বিষয়ে এর আগে বাফুফে সাধারণ সম্পাদক জানান ইমরান হোসেন তুষার, ‘এটা সভাপতির ব্যক্তিগত বিষয়। তার যদি কিছু বলার প্রয়োজন হয়, সেটা আপনাদের ডেকে বলবে। আমার সঙ্গে তার নিয়মিত ফুটবল প্রসঙ্গে কথা হয়। কিন্তু এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি।’