পাকিস্তানের সুযোগ-সুবিধায় মুগ্ধ শরিফুল
বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা ছুটি। প্রায় দুই মাসের বিরতির পর ফের আন্তর্জাতিক সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ পাকিস্তান। তাদেরই ঘরের মাঠে সাদা পোশাকে ব্যাটে-বলের লড়াইয়ে নামবে নাজমুল হোসেন শান্তর দল।
তবে, এই সিরিজের আগে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যায়। সরকার পরিবর্তন হয়। সব মিলিয়ে দেশে টালমাটাল অবস্থা তৈরি হলে অনেকটা আগেভাগেই পাকিস্তানে উড়াল দেয় বাংলাদেশ। আগে যাওয়ার মূল উদ্দেশ্য হলো, নিজেদের অনুশীলনে ঝালিয়ে নেওয়া। সেই জন্য লাহোরে অনুশীলন করা বাংলাদেশ দলকে যথেষ্ট সুযোগ-সুবিধা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
তাইতো পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ধন্যবাদ জানাতে ভুল করেননি বাংলাদেশি পেসার পেসার শরিফুল ইসলাম। আজ শুক্রবার (১৬ আগস্ট) গণমাধ্যমে অনুশীলন নিয়ে স্বস্তির কথা শোনান এই পেসার।
স্বাগতিক বোর্ডকে ধন্যবাদ জানিয়ে শরিফুল বলেছেন,‘পিসিবিকে ধন্যবাদ। আমাদের জন্য দারুণ অনুশীলন সুবিধা রেখেছে। আমি এখানে উপভোগ করেছি। কিছুটা গরম, মানিয়ে নিতে হয়েছে (হাসি)। ইসলামাবাদেও গরম, তো। তাছাড়া পাকিস্তানে আমরা অত বেশি ক্রিকেট খেলিনি। তাই আমাদের একটু বাড়তি মানিয়ে নিতে হবে। বিশেষ করে রাওয়ালপিন্ডি উইকেটের জন্য।’
লাহোরের অনুশীলন শেষ আজ। আগামীকাল ১৭ আগস্ট বাংলাদেশ দল যাবে ইসলামাবাদে। সেখানেও চলবে তিন দিন অনুশীলন। ২১ আগস্ট রাওয়ালপিণ্ডিতে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। আর দ্বিতীয়টি মাঠে গড়াবে আগামী ৩০ আগস্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই সিরিজটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ।