বিসিবির সঙ্গে বসার সুযোগ চান হাথুরুসিংহে
বাংলাদেশের প্রায় প্রতিটি ক্ষেত্রে এখন পরিবর্তনের হাওয়া। পুরোনোদের সরিয়ে নতুনদের দায়িত্ব দেওয়া হচ্ছে। বদলের হাওয়া লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। সম্প্রতি নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন ফারুক আহমেদ। তার দায়িত্ব গ্রহণের পর সবচেয়ে বেশি আলোচনায়, জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাকরি।
নাজমুল হাসান পাপনের সময়ে নিয়োগ পাওয়া হাথুরুসিংহেকে নিয়ে রয়েছে নানা বিতর্ক। তাকে কোচের পদ থেকে সরানো নিয়ে এর আগেও সরব ছিল ক্রিকেটপাড়া। সেটি বুঝেছেন এই মুহূর্তে দলের সঙ্গে পাকিস্তানে থাকা হাথুরুসিংহেও। তিনি অবশ্য জানিয়েছেন, বিসিবির সঙ্গে আলোচনা করতে চান।
বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামীকাল শুক্রবার (৩০ আগস্ট) থেকে। এর আগে আজ সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘আমি বুঝতে পারছি ব্যাপারটা। যখন নতুন কোনো নেতৃত্ব আসে, তাদের নিজস্ব চিন্তাধারা থাকে। তবে, আমি তাদের সঙ্গে কথা বলার সুযোগ চাই। আপাতত, আমার নজর পরের ম্যাচের দিকে। আমার আসল কাজ দল নিয়ে, সেদিকেই নজর দিচ্ছি।’
এর আগে নিজের চাকরি প্রসঙ্গে হাথুরুসিংহে বলেছিলেন, ‘বাংলাদেশে কী চলছে, আমার পুরো ধারণা নেই। আমার ভবিষ্যৎ নিয়ে যদি বলি, আমি একটা চুক্তিতে আছি। সেটি শেষ হওয়া পর্যন্ত বাংলাদেশকে সার্ভিস দিতে চাইব। তবে, বোর্ড যদি নতুনদের নিয়ে কাজ করতে চায়, এগোতে চায়, আমার তাহলে আপত্তি নেই। আপাতত, যতদিন আছি কাজ করে যেতে চাই।’