সাফে কঠিন গ্রুপে বাংলাদেশের নারীরা
সাফ নারী চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২২ সালে দক্ষিণ এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট পরেন বাংলার নারীরা। লক্ষ্য এখন শিরোপা ধরে রাখা। আগামী ১৭ অক্টোবর থেকে নেপালে শুরু হবে সাফের সপ্তম আসর। এর আগে আজ সোমবার (২ সেপ্টেম্বর) টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
সাত দলের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে নেপালে। নেপালের দশরথ স্টেডিয়ামে ১৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় আসরে গ্রুপ পর্বে দুই ভাগে ভাগ হয়ে খেলবে দলগুলো। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। সবচেয়ে কঠিন গ্রুপ বলা চলে এটিকে। তিন দলের গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। অপর প্রতিপক্ষ পাকিস্তান।
আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ২০ অক্টোবর, দশরথ স্টেডিয়ামে পাকিস্তানকে মোকাবিলা করবে চ্যাম্পিয়নরা। ২৩ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে একই ভেন্যুতে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। তর্কসাপেক্ষে, টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ এটি।
২৪ অক্টোবর শেষ হবে গ্রুপ পর্বের ম্যাচ। ’এ’ গ্রুপে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থাকলেও ’বি’ গ্রুপে দল চারটি। স্বাগতিক নেপালের সঙ্গে আছে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান। ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। ফাইনাল মাঠে গড়াবে ৩০ অক্টোবর।