আর্জেন্টিনাকে হারিয়ে কলম্বিয়ার প্রতিশোধ
ঠিক দুই মাস আগের ঘটনা। কোপা আমেরিকার নাটকীয় ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় কলম্বিয়ার। এবার সেই হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে পারল তারা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলের পর এবার তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে প্রতিশোধ নিল হামেস রদ্রিগেজের দল।
গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ২-১ গোলে হেরেছে লিওনেল স্কালোনির দল। কলম্বিয়ার হয়ে গোল করেন ইয়ের্সন মসকেরা ও হামেস রদ্রিগেজ। আর আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি আসে নিকোলাস গঞ্জালেসের পা থেকে।
পুরো ম্যাচেই আধিপত্য বজায় রেখেছিল কলম্বিয়া। ৫২ শতাংশ সময় পজিশন ধরে রেখে গোলের জন্য ১৩টি শট নিয়ে মাত্র একটি লক্ষ্যে রাখতে পারে আর্জেন্টিনা। আর বিপরীতে স্বাগতিকদের ৯ শটের ৫টি লক্ষ্যে ছিল।
ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনাকে চাপে রাখে কলম্বিয়া। অষ্টম মিনিটে রদ্রিগেজের ক্রসে হেড করলেও তা লক্ষ্যে রাখতে পারেননি হেফারসন লেরমা। এরপর ম্যাচের দ্বাদশ মিনিটে দারুণ সুযোগ পেয়েছিলেন হুলিয়ান আলভারেজ। তবে, গোলরক্ষক পোস্ট ছেড়ে বেরিয়ে আসলেও কোনাকুনি শটে বল জালে জড়াতে পারেননি তিনি।
তবে, আর্জেন্টিনা না পারলেও ঠিকই সুযোগ কাজে লাগিয়েছে কলম্বিয়া। ম্যাচের ২৫তম মিনিটে দলকে এগিয়ে নেন মসকেরা। দারুণ এক হেডে বল জালে জড়ান তিনি। গোল হজম করে বেশ চাপে পড়ে আলবিসেলেস্তারা। সমতায় ফেরার চেষ্টা করলেও প্রথমার্ধের বাকি সময়ে আরও বেশকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি লিওনেল স্কালোনি শিষ্যরা। যার ফলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় কলম্বিয়া।
অবশ্য ম্যাচে ফিরতে সময় নেয়নি আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে দলটি। রদ্রিগেজের ভুল পাসের সুবাদে মাঝমাঠ থেকে বল পেয়ে নিয়ন্ত্রণে নেন গঞ্জালেস। বক্সে ঢুকে গোলরক্ষককে ফাঁকিয়ে দিয়ে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। সমতায় ফিরলেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা।
ম্যাচের ৬০তম মিনিটে পেনাল্টির সুবাদে ফের এগিয়ে যায় কলম্বিয়া। দলের হয়ে গোল করেন রদ্রিগেজ। ২-১ গোলে পিছিয়ে পড়ে আরও বেশকটি আক্রমণ সাজায় আর্জেন্টিনা। তবে, সুযোগ কাজে লাগাতে ব্যর্থ স্কালোনি শিষ্যরা। শেষমেশ ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে কলম্বিয়া। বিশ্বকাপ বাছাইয়ে এটি আর্জেন্টিনার দ্বিতীয় হার। ম্যাচ হারলেও ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আলবিসেলেস্তারা। আর ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বিয়া।