জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে শ্রীলঙ্কা সফর বাংলাদেশের নারীদের জন্য প্রস্তুতির বড় সুযোগ। সেই লক্ষ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণ শুরু করেছে নারী ‘এ’ দল। প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে সাত উইকেটের বড় জয় পেয়েছে নারীরা।
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১১২ রান তোলে শ্রীলঙ্কা নারী ‘এ’ দল। জবাবে মাত্র ১৮.৫ ওভারেই তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ নারী ‘এ’ দল।
১১৩ রানের লক্ষ্যে ব্যাংটিংয়ে নেমে ভালো শুরু করে দুই ওপেনার সাথী রানী ও শামীমা সুলতানা। গড়েন ৪০ রানের জুটি। পর ২২ বলে ২০ রান করে ফেরেন সাথি। এরপর বড় জুটি গড়েন দুই ব্যাটার সোবহানা মোস্তারি ও অধিনায়ক শামিমা সুলতানা। তাদের ৫৬ রানের জুটিতে ভর করে জয়ের ভিত গড়ে বাংলাদেশ। ৪৪ বলে ৪৮ রান করে ফেরেন শামিমা। এরপর তাজ নেহার ও মুরশিদার ব্যাটে ভর করে জয় তুলে নেয় বাংলাদেশ।
এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ হয় লঙ্কানদের। দুই ওপেনার কৌশানি নুথ্যাঙ্গনা ও নিথমি পূর্ণা মিলে গড়েন ৭২ রানের জুটি। এরপর ৪০ বলে ২৭ রান করে বিদায় নেন পূর্ণা। এরপরই শুরু হয় লঙ্কানদের ব্যাটিং বিপর্যয়। দলীয় ৭৩ ও ৭৫ রানে বিদায় নেন আরও দুই ব্যাটার কৌশানি-দুলানি। দ্রুত দুই উইকেট হারানোর ধাক্কা সামলে ওঠার আগেই দলীয় ৭৬ রানের মাথায় পিউমিকে হারায় স্বাগতিকরা। তিন বল খেললেও রানের খাতাই খুলতে পারেননি তিনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষমেশ ১১২ রানে থামে লঙ্কানরা।