বাংলাদেশের বিপক্ষে দুই রেকর্ডের সামনে রোহিত
আর মাত্র একদিন। এরপরই সাদা পোশাকে লড়াই শুরু হবে বাংলাদেশ-ভারতের। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আগামী ১৯ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ঘরের মাঠে এই সিরিজের আগে দুই রেকর্ডের সামেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের মাঝপথে দুটি রেকর্ডই হয়ে যাতে পারে ভারতীয় তারকার। একটি রেকর্ড হলো টেস্টে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। অন্যটি হলো সেঞ্চুরির হাফাসেঞ্চুরি।
এই মুহূর্তে লাল বলের ক্রিকেটে ভারতের হয়ে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর মালিক বীরেন্দ্রর শেবাগ। তিনি সর্বোচ্চ ৯১টি ছক্কা হাঁকিয়েছেন। ৮৪ টি ছক্কা নিয়ে তার ঘাড়ে নিশ্বাস ফেলছেন রোহিত। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের চার ইনিংসে সাতটি ছক্কা হাঁকালেই ছুঁয়ে ফেলবেন শেবাগকে। আটটি হাঁকালে শেবাগকে ছাপিয়ে সর্বোচ্চ ছক্কার মালিক হবে ভারতের হিটম্যান খ্যাত তারকা রোহিত।
সারা বিশ্বে টেস্টে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো খেলোয়াড়দের তালিকায় শীর্ষে আছেন ইংল্যান্ডের বেন স্টোকস। তিনি ১৩১টি ছক্কা হাঁকিয়েছেন। ১১৭টি নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ব্রেন্ডন ম্যাককালাম। তৃতীয় স্থানে থাকা অ্যাডাম গিলক্রিস্টের ছক্কার সংখ্যা ১০০টি।
অন্যদিকে এখন পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে ৪৮টি সেঞ্চুরি করেছেন রোহিত। বাংলাদেশের বিপক্ষে চার ইনিংসে আর দুটি করতে পারলেই তিনি শতকের হাফসেঞ্চুরি করবেন। টপ অর্ডারে ব্যাট করতে নামেন বিধায় ফিফটি করার ভালো সুযোগ আছে ভারতীয় তারকার সামনে।