আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের হেক্সা পূরণ
ফুটবলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। এই দুই দলের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। সমর্থকরা মুখিয়ে থাকেন এই দুই দলের লড়াই দেখতে। সেটা যদি হয় ফাইনাল তবে তো কথাই নেই। এবার ফিফা ফুটসাল বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হলো ব্রাজিল।
ফুটবল বিশ্বকাপে অবশ্য কখনোই এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফাইনালে মুখোমুখি হয়নি। তবে এবার ফুটবলেরই আরেক সংস্করণ ফুটসালের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয় দুই দল। ফুটবল বিশ্বকাপের মতো উত্তাপ ছড়াতে না পারলেও ফুটসাল বিশ্বকাপের ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ দেখতে মুখিয়ে ছিলেন অনেকেই।
আজ রোববার (৬ অক্টোবর) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় ফুটসাল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ব্রাজিল। এক যুগ আগে থাইল্যান্ডে শেষবার ফুটসালের বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। অতিরিক্ত সময়ে স্পেনকে হারিয়ে জিতেছিল পঞ্চম শিরোপা। তারপর থেকেই হেক্সা পূরণের অপেক্ষায় ছিল তারা।
অন্যদিকে টানা তৃতীয় ফাইনাল খেলল আর্জেন্টিনা। ২০১৬ সালে রাশিয়াকে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এরপর ২০২১ সালে ফাইনালে উঠলেও পর্তুগালের কাছে ফাইনালে হেরে যায় তারা। এবারও হার সঙ্গী হলো আলবিসেলেস্তাদের।