সেভেন আপের পুনরাবৃত্তি আর্জেন্টিনার, ব্রাজিলের মুখোমুখি শনিবার
সেভেন আপ, ব্রাজিল ফুটবল দলের সঙ্গে যেন জড়িয়ে গেছে শব্দ জোড়া। সেভেন আপ বললে ফুটবলভক্তদের স্মৃতিতে ভেসে ওঠে জার্মানির কাছে বিশ্বকাপে ব্রাজিলের সাত গোল খাওয়ার অঘটন। ফুটবলে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। আলবিসেলেস্তে সমর্থকরা ব্রাজিলের ভক্তদের সেভেন আপের কথা মনে করিয়ে দেন প্রতিনিয়ত।
এবার ফের সামনে এলো সেভেন আপ। কনমেবল সাব-২০ ফুটসাল টুর্নামেন্টে ইকুয়েডরকে ৭-১ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। নিশ্চিত করেছে আসরের সেমিফাইনাল। গ্রুপ পর্বে আর্জেন্টিনা চার ম্যাচের দুটিতে জয় ও দুটিতে ড্র করে। গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চার নিশ্চিত করেছে তারা। যেখানে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।
ফুটসাল টুর্নামেন্টের সেমিতে আগামীকাল শনিবার (২৩ নভেম্বর) ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আকাশি-নীলদের সামনে সুযোগ প্রতিশোধ নেওয়ার। গত অক্টোবরে ফুটসাল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছিল ব্রাজিল। সেলেসাওদের সামনে আরও একটি টুর্নামেন্ট জেতার সুযোগ। তার আগে পার করতে হবে সেমিফাইনালের বাধা।