উইকেট বিলিয়ে দিলেন শান্ত-লিটন, চাপে বাংলাদেশ
প্রথম ম্যাচে ব্যাটাদের ব্যর্থতার মিছিলে ২৭ রান করে রানে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে, দ্বিতীয় টি-টোয়েন্টিতে বড় রান তাড়ায় নেমে দলকে বিপাকে ফেললেন এই ব্যাটার। ওয়াশিংটন সুন্দরের বলে ছয় মারতে গিয়ে আউট হন তিনি। ৭ বলে করেন ১১ রান। তার বিদায়ের পর টিকতে পারেননি আরেক ব্যাটার লিটন দাস। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে ফেরেন তিনিও। ১১ বলে ১৪ রানের বেশি করতে পারেননি এই ব্যাটার। সবমিলিয়ে দলীয় ৪০ রানের মাথায় তৃতীয় উইকেট হারাল সফরকারীরা।
ভালো শুরুর পর ইমনের বিদায়
আর্শদীপের প্রথম ওভারে ১৪ রান তুলে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তবে, ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি এই ব্যাটার। সেই আর্শদীপের দ্বিতীয় ওভারেই বোল্ড হয়ে ফেরেন সাজঘরে। দলীয় ২০ রানের মাথায় এই ব্যটারের বিদায়ে ধাক্কা খেল বাংলাদেশ। ১২ বলে ১৬ রান আসে তার ব্যাট থেকে।
বড় রান তাড়ায় ইতিবাচক শুরু বাংলাদেশের
প্রথম ইনিংসে ভারত তাদের প্রথম ওভারে তুলেছিল ১৫ রান। আর রান তাড়ায় ১৪ রান নিয়ে ইনিংস শুরু করল বাংলাদেশ। লক্ষ্যটা ২২২ রানের হওয়ায় পাওয়ার প্লেতে ভালো শুরুর বিকল্প নেই। প্রথম দুই ওভারে স্কোরবোর্ডে ২০ রান তুলেছে বাংলাদেশ।
ঝড়ো ব্যাটিংয়ে ছোট মাঠে বড় পুঁজি ভারতের
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে যে রানবন্যার দেখা যাবে, তার আভাস আগেই ছিল। নিতীশ, রিঙ্কু ও হার্দিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২২১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত। তাই জিততে বাংলাদেশকে করতে হবে ২২২ রান। এর আগে, ব্যাটিংয়ে নেমে ৩৪ বলে ৪টি চার ও ৭ ছক্কায় সর্বোচ্চ ৭৪ রান করেন নিতিশ। আর রিঙ্কু ২৯ বলে করেন ৫৩ রান। শেষদিকে হার্দিক পান্ডিয়া ১৯ বলে করেন ৩২ রান।