‘ওজন কম তাই বড় রান পায় না শান্তরা’
আধুনিক টি-টোয়েন্টিতে যেখানে বেশিরভাগ ম্যাচেই দলগুলো ১৮০-২০০ রানের ইনিংস খেলছে, সেখানে এখনও ১৩০-১৪০ এর গণ্ডি পেরোতে পারেনি বাংলাদেশ। অন্যান্য দলগুলো ছয়ের বন্যা বইয়ে দিলেও কেন পারছেন না বাংলাদেশের ব্যাটাররা। ফিল্ডিং কোচ নিক পোথাসের চোখে এমনটা হওয়ার কারণ অন্য দলের সাথে বাংলাদেশের শারীরিক শক্তির ব্যবধান।
আজ শুক্রবার (১১ অক্টোবর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিক পোথাস বলেন, ‘একজন যদি ৯৫-১০০ কেজি হয় আরেকজন যদি ৬৫ কেজি হয় তাহলে একজন তো বেশি দূরেই বল পাঠাবে। অবশ্যই এখানে টাইমিং আছে, টেকনিক আছে সব আছে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এসব নিয়ে। এর পাশাপাশি আইপিএলের দিকেও তাকাতে হবে। আইপিএল দুনিয়ার সেরা টুর্নামেন্ট। প্লেয়ারদের কোয়ালিটি মিলিয়ে দারুণ টুর্নামেন্ট। আইপিএল প্লেয়ারদের তৈরি করে দেয় আন্তর্জাতিক মঞ্চের জন্য। ফলে এখানে আপনি পুরো ভিন্ন দুটি জিনিসের তুলনা করছেন যে ভারতের কয়টি ছক্কা এবং আমাদের কয়টি ছক্কা। এটা অনেকটা এমন হয়ে গেল যে, ওয়েস্ট ইন্ডিজ কয়টি ছক্কা মেরেছে আর আমরা কয়টি ছক্কা মেরেছি। তারা অনেক শক্তিশালী ক্রিকেটার। আমরা প্রসেসে রয়েছি স্ট্রেন্থ এবং কন্ডিশনিং এর ব্যাপারে। কিন্তু জেনেটিকস নিয়ে তো আর ফাইট করতে পারবেন না।’
দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হারের পর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ২টি হেরেছে বাংলাদেশ। ভারত ঘরের মাঠে টানা ১৬তম টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ১ ম্যাচ হাতে রেখেই। আগামীকাল রাজীব গান্ধী স্টেডিয়ামে হবে সিরিজের শেষ ম্যাচ। যে ম্যাচে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোই বড় চ্যালেঞ্জ শান্তদের জন্য।