চমক রেখে সাফের দল ঘোষণা বাংলাদেশের
সবাইকে চমকে দিয়ে ২০২২ সালের সাফ চ্যাম্পিয়নশিপ নিজেদের করে নেয় বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো পায় আন্তর্জাতিক শিরোপার স্বাদ। লক্ষ্য এবার শিরোপা ধরে রাখা। চলতি সপ্তাহেই শুরু হবে এ বছরের সাফের লড়াই। টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে আজ সোমবার (১৪ অক্টোবর) ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে লাল-সবুজের দল।
বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব যথারীতি সাবিনা খাতুনের কাঁধেই। পিটার বাটলারের দলে বড় চমক, স্কোয়াডে থাকা ২৩ জনের জনই প্রথমবার খেলতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। অনিশ্চয়তা কাটিয়ে দলের সঙ্গে নেপালের বিমান ধরবেন কৃষ্ণারাণী সরকার। নেপালের উদ্দেশে আগামীকাল দেশ ছাড়বে বাংলাদেশ দর।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আজ দল ঘোষণা করা হয়। সেখানে বাংলাদেশ কোচ বাটলার বলেন, ‘আমরা সর্বশেষ শিরোপা জিতেছিলাম। তবে, সেটি এখন অতীত। আমাদের সবকিছু নতুনভাবে শুরু করতে হবে। দলে অভিজ্ঞ ও নতুনদের সমন্বয় আছে। আমাদের একাধিক পরিকল্পনা থাকবে। মাঠে সেই অনুযায়ী খেলতে পারলে আশা করি সাফল্য আসবে।’
বাংলাদেশ অধিনায়ক সাবিনা বলেন, ‘গতবারের চেয়ে এবারের সাফ চ্যালেঞ্জিং হবে। আগেরবার আমরা নেপাল ও ভারতকে হারিয়েছিলাম। আমি মনে করি, তারা এবার আরও বেশি প্রস্তুতি ও শক্তি নিয়ে আসবে। আমাদের জন্য যা চ্যালেঞ্জ।’
নেপালের দশরথ স্টেডিয়ামে আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। সাত দলের টুর্নামেন্টে বাংলাদেশ গ্রুপ পর্বে মুখোমুখি হবে পাকিস্তান ও ভারতের। ২০ অক্টোবর পাকিস্তান এবং ২৩৪ অক্টোবর ভারতকে মোকাবিলা করবেন সাবিনারা।