এক বছর পর ক্রিকেটারের গায়ে হাত তোলার শাস্তি পেলেন হাথুরুসিংহে
ওয়ানডে বিশ্বকাপের মাঝপথে তুলকালাম কাণ্ড ঘটে যায় বাংলাদেশ ক্রিকেট দলে। খবর রটে বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ দলের এক ক্রিকেটারের গায়ে হাত তোলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দীর্ঘ এক বছর এমন বিতর্কিত কাজের জন্য শাস্তি পেলেন এই লঙ্কান কোচ।
২০২৩ সালে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন ঘটনাটি ঘটে। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে সোস্যালমাধ্যমে। কিন্তু সাবেক বিসিবিপ্রধান নাজমুল হাসানের পাপনের অধীনে আগের বোর্ড এই বিষয়ে কোনো সিদ্ধান্তই নেয়নি। এমনকি পুরো ঘটনার সত্যতা নিয়েও গণমাধ্যমে মুখ খোলেননি।
মাঝে কেটে গেছে আরেকটি বিশ্বকাপ। বদল এসেছে ক্রিকেট বোর্ডের নেতৃত্বে। পাপনের অধ্যায়ের ইতি হওয়ার পর দায়িত্ব নেম ফারুক আহমেদ। তার দায়িত্ব নেবার দুই মাসের মধ্যেই সেই ঘটনা খোলাসা হলো। চূড়ান্ত যাচাই ও তদন্ত রিপোর্ট বিশ্লেষণ করে হাথুরুকে শাস্তি দিল বিসিবি।
ক্রিকেটারের গায়ে হাত তোলা ও চুক্তির নিয়ম ভঙ্গ করায় হাথুরুকে ৪৮ ঘণ্টার জন্য সাসপেন্ড করেছে বিসিবি। এরপর করা হবে বরখাস্ত।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে খবরটি জানিয়েছেন বিসিবিপ্রধান ফারুক আহমেদ।বিসিবিপ্রধান বলেছেন, ' ক্রিকেটারের সাথে বাজে ব্যবহার ও চুক্তির নিয়ম না মানায় আমরা তাকে শোকজ করেছি। বরখাস্ত করার আগে আমরা তাঁকে নিয়ম মেনে শোকজ নোটিশ করেছি। ৪৮ ঘণ্টার জন্য সাসপেন্ড করা হয়েছে তাঁকে। এরপর আমরা বরখাস্ত করব। '
এরপর ক্রিকেটারের গায়ে হাত তোলার বিষয়ের তদন্ত রিপোর্ট নিয়ে ফারুক বলেছেন, 'আমি তো আগের কথা বলতে পারব না। আমি আমার সময়টায় বলতে পারব। আমি দুই মাসের কম সময়ের মধ্যে সমাধান করার চেষ্টা করেছি। আমি আগে থেকে যখন এটা জেনেছি তখন থেকেই ফিল করেছি একটা কিছু করলে ভালো হয়। তাছাড়া এই আইসিসিও এসব গুরুত্ব দিয়ে দেখে। যার সাথে হয়েছে ঘটনাটা ঘটেছে এটা তার জন্য অনেক কঠিন একটা বিষয়। একজন জাতীয় দলের ক্রিকেটার তার সাথে তো ফিজিক্যাল অ্যাসল্ট কোনোভাবেই হতে পারে না। এটার শাস্তিই এখন দেওয়া হয়েছে। আমি সেই ক্রিকেটারের সাথে ফোনে ও ফিজিক্যালি কথা বলেছি। রিপোর্ট আমি পড়েছি। রিপোর্ট নিয়ে আমি কাজ করেছি। রিপোর্টে সব আছে, বিমানবন্দর থেকে শুরু করে সবকিছুই আছে। যারা চোখে দেখেছে তাদের কাছেও শুনেছি। সেই রিপোর্টও আছে। সবমিলিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি।'
এ ছাড়া, চুক্তির নিয়মও ভেঙেছেন হাথুরুসিংহে। নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত ছুটি কাটিয়েছেন। সেই হিসেবও আমলে নিয়ে আজকের সিদ্ধান্ত দিয়েছে বিসিবি। বিসিবিপ্রধান বলেছেন, 'সে তিন মাসের বেশি সময় ছুটি কাটিয়েছে। এটাও চুক্তির বাইরে। আমরা সবাই কিছু না কিছুর জন্য জবাবদিহি করতে হয়। আমি নিজেও যা ইচ্ছে তাই করতে পারব না। তিনি ক্রিকেটারের সাথেও মিস ব্যবহার করেছেন, চুক্তির নিয়ম নিয়েও মিস কন্ড্রাক্ট করেছেন। সবকিছু মিলিয়ে শাস্তি দেওয়া হয়েছে।'
নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে বরখাস্ত করা হবে হাথুরুকে। তার জায়গায় ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ফিল সিমন্সকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।