পাকিস্তানের বিপক্ষে প্রথমার্ধ শেষে পিছিয়ে বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। শিরোপা ধরে রাখার মিশনে আজ রোববার (২০ অক্টোবর) পাকিস্তানের মুখোমুখি হয়েছে সাবিনা-আফিদারা। নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফেভারিট হয়েই নেমেছে বাংলাদেশ। পাকিস্তান আসর শুরু করে ভারতের কাছে বড় ব্যবধানে হার দিয়ে। তবে, বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। ম্যাচের প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে বাংলাদেশ।
৪-৩-৩ ফর্মেশনে দল সাজান বাংলাদেশ কোচ পিটার বাটলার। শুরু থেকে অবশ্য গোছালো ফুটবল খেলেনি বাংলাদেশ। বল দখল কিংবা আক্রমণে এগিয়ে ছিল পাকিস্তান। নিজেরা আক্রমণে ওঠার চেয়ে প্রতিশপক্ষকে সামলাতে ব্যস্ত থাকে বাংলাদেশ। সেটিও যে খুব ভালোভাবে সামাল দিতে পেরেছে, তা নয়। ফলে, ম্যাচের ৩৩ মিনিটে দুর্বল এক আক্রমণ থেকে গোল পায় পাকিস্তান।
নিজেদের অর্ধ থেকে লম্বা ক্রস করেন রামিন ফরিদ। বল পান জাহমিনা মালিক। বাংলাদেশের দুই ডিফেন্ডার মিলেও ব্যর্থ হন শট ঠেকাতে। ডি বক্সের ভেতর জাহমিনের শটও তেমন জোরালো ছিল না। কিন্তু, সেটিই আটকাতে পারলেন না বাংলাদেশ গোলরক্ষক রুপনা চাকমা। তাতে এগিয়ে যায় পাকিস্তান।
এক গোল হজম করে বাংলাদেশ আক্রমণে ওঠে। খেলার ধার ও গতি বাড়িয়ে ৪১ মিনিটে সুযোগও আসে। ডি বক্সের বেশ বাইরে থেকে বাম পায়ে নেওয়া রিতুর জোরালো শটটি ফিরে আসে বারপোস্টে লেগে। বাংলাদেশ হারায় সমতা ফেরানোর সুযোগ। প্রথমার্ধে তাই এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।