এল ক্ল্যাসিকোর আগে মাদ্রিদ শিবিরে দুঃসংবাদ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাবর্তনের দারুণ গল্প লিখেছে রিয়াল মাদ্রিদ। দুই গোলে পিছিয়ে পড়েও বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৫-২ গোলে জিতেছে লস ব্লাংকোরা। মাদ্রিদের পরবর্তী মিশন বার্সেলোনা। এল ক্ল্যাসিকোয় আগামী ২৬ অক্টোবর (দিনগত রাত ১টা, ২৭ অক্টোবর হয়ে যাবে) রাতে বার্সার মুখোমুখি রিয়াল মাদ্রিদ।
লা লিগার ১১তম রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একাধিক দুঃসংবাদ মাদ্রিদ শিবিরে। চোটের কারণে আগেই দানি কার্ভাহালকে হারিয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। প্রায় পুরো মৌসুমের জন্য মাঠের বাইরে মাদ্রিদ অধিনায়ক। লম্বা সময় ধরে মাঠের বাইরে ডিফেন্ডার ডেভিড আলাবা।
এবার ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কর্তোয়া ও ফরোয়ার্ড রদ্রিগো। ডর্টমুন্ড ম্যাচের পাঁচ মিনিট বাকি থাকতে ঊরুতে টান লাগায় মাঠ ছাড়তে হয় রদ্রিগোকে। একই ম্যাচে পায়ে চোট পান কর্তোয়া।
এল ক্ল্যাসিকোর মতো ম্যাচের আগে যা বাড়তি দুশ্চিন্তার কারণ মাদ্রিদের জন্য। চলতি মৌসুমে তারা আছে দ্বিতীয় স্থানে। শীর্ষে বার্সেলোনা। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি তাই কার্লো আনচেলত্তির দলের জন্য খুব জরুরি।
লা লিগায় ১০ ম্যাচ শেষে ৯ জয় ও এক হারে বার্সেলোনার পয়েন্ট ২৭। রিয়াল মাদ্রিদ কোনো ম্যাচ না হারলেও সাত জয়ের বিপরীতে ড্র করেছে তিনটিতে, পয়েন্ট ২৪।