কোন ভুলে হারল ভারত, জানালেন অধিনায়ক আমান
গত এশিয়া কাপের সেমিতে বাংলাদেশের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয়েছিল ভারতের। এবার ফাইনালে লাল-সবুজের প্রতিনিধিদের কাছে শিরোপা হাতছাড়া হলো ভারতীয় যুবাদের। দারুণ পারফরম্যান্সে টানা দ্বিতীয়বারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্ব নিজেদের করে নিল বাংলাদেশ। টুর্নামেন্টের অন্যতম সফল দল হলেও কোন ভুলে ফাইনালে হারল ভারত, তাই জানাল দলটির অধিনায়ক মোহাম্মদ আমান।
ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক আমান হারের কারণ জানিয়ে বলেন, ‘গত দুই ম্যাচের মতো আমরা ওপেনিংয়ে ভালো শুরু করতে পারিনি। আমাদের ব্যাটিং খুবই ভালো ছিল পুরো টুর্নামেন্টে। তবে, যে ধরনের জুটি আমরা গড়তে চেয়েছিলাম ফাইনালে, সেটা করতে পারিনি।’
আমান আরও যোগ করেন, ‘টস জিতে আমরা ভেবেছিলাম আরও কমে হয়তো তাদের অলআউট করতে পারব। তবে, তারা যে খুব বেশি রান করেছে ,সেটাও বলা যাবে না। আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। এই ম্যাচ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আশাকরি আগামীতে ভালো কিছু হবে।’
উল্লেখ্য, প্রথমে ব্যট করতে নেমে ৪৯.১ ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে চল্লিশোর্ধ্ব দুটি ইনিংস খেলেন মোহাম্মদ শিহাব জেমস ও রিজান হোসেন। জবাব দিতে নেমে বাংলাদেশের বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৫.২ ওভারে ১৩৯ রানেই থামতে হয় ভারতকে।