বাফুফের সভায় আজ যেসব সিদ্ধান্ত হলো
মতিঝিলে বাফুফে ভবনে আজ বুধবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সভা। বাফুফে প্রধান তাবিথ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আলোচনা হয় বিভিন্ন বিষয় নিয়ে। যেখানে ছিল বাংলাদেশ পুরুষ ও নারী ফুটবল দলের প্রধান কোচের সঙ্গে চুক্তি নবায়ন, জেলা ফুটবলের কমিটি গঠন, রেফারিতে বেতন-ভাতা বৃদ্ধি, ও বিভিন্ন টুর্নামেন্ট শুরু করার মতো বিষয়।
বাংলাদেশ পুরুষ ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা ও নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলারের সঙ্গে বাফুফের চুক্তি শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর। পরবর্তীতে তারাই দায়িত্বে থাকবেন কি না, সেই বিষয়ে প্রাথমিক আলাপ সেরেছে বাফুফে। ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে কাবরেরা ও বাটলারের ব্যাপারে।
সভায় বড় একটি সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। ভেঙে দেওয়া হয়েছে দেশের ২৯টি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) কমিটি। বাফুফের মনিটরিং কমিটি ও ডিএফএর যৌথ তদন্তে ৩৫টি জেলা নিয়ে প্রতিবেদন জমা দেওয়া হয়্ এর মধ্যে আজ ২৯টি জেলার কমিটি বিলুপ্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে নানা অনিয়মের প্রমাণ পেয়েছে বাফুফে। বিভিন্ন সময় চিঠি দিয়েও পায়নি কোনো উত্তর। ২৯ জেলায় আগামী তিন মাসের মধ্যে নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বাড়ানো হয়েছে স্থানীয় রেফারিদের বেতন ও ভাতা। ম্যাচ রেফারিরা আগে পেতেন চার হাজার টাকা। সেটি বেড়ে হয়েছে পাঁচ হাজার। চতুর্থ রেফারিরা সাড়ে তিন হাজার থেকে এখন পাবেন সাড়ে চার হাজার টাকা। এছাড়া, কোনো ম্যাচ পরিচালনা করা বাবদ রেফারিরা পাবেন ম্যাচপ্রতি আড়াই হাজার টাকা করে। আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে এটি।
এসবের পাশাপাশি জেলা ফুটবল, বয়সভিত্তিক ফুটবল, চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়ন্স লিগের খেলার ব্যাপারে বিভিন্ন প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।