একটু একটু করে দুঃসময় কাটিয়ে উঠছেন এমবাপ্পে
দুঃসময় একটু একটু করে পিছু ছাড়ছে রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের। মৌসুমের শুরু থেকে ক্লাব ও ভক্তদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও মাঠের খেলায় ছন্দে ফিরছেন তিনি। এবার মাঠের বাইরেও পেলেন সুখবর। ছুটি কাটাতে সুইডেনে গিয়ে পড়া আইনি জটিলতা থেকে মুক্তি পেয়েছেন তিনি।
গত অক্টোবরে ছুটি কাটাতে সুইডেন গিয়েছিলেন এমবাপ্পে। সেখানে যে হোটেলে উঠেছিলেন, মাদ্রিদে ফেরার পর সেই হোটেলে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। তিনি যে সময় হোটেলে ছিলেন, ঠিক সেই সময়ই ঘটনাটি ঘটনা ঘটে। ফলে সুইডিশ পুলিশের গোয়েন্দা নজরদারিতে এই ফুটবলার। তবে, সুইডিশ পুলিশের তদন্ত শেষে স্বস্তি পেয়েছেন এমবাপ্পে। পর্যাপ্ত প্রমাণের অভাবে তদন্ত বন্ধ করে দিয়েছে দেশটির পুলিশ।
এ বিষয়ে প্রধান তদন্ত কর্মকর্তা মারিনা চিরাকোভা বলেন, ‘তদন্ত এগিয়ে নেওয়ার মতো যথেষ্ট প্রমাণ আমাদের কাছে নেই। ধর্ষণ ও যৌন নিপীড়নের সুনির্দিষ্ট অভিযোগে একজন সুপরিচিত ব্যক্তিকে সন্দেহ করা হয়েছিল। তবে আমার মূল্যায়ন হচ্ছে, প্রমাণ ছাড়াই তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চালিয়ে যাওয়া অনর্থক।’
ধর্ষণ ইস্যুতে কিছুদিন আগে এমবাপ্পে বলেছিলেন, ‘ধর্ষণের অভিযোগে আমার বিরুদ্ধে মামলা হয়েছে, খবরটি দেখে অবাকই হয়েছিলাম। এসব গুজব দ্রুত ছড়িয়ে পড়ে। এটি আমাকে কোনোভাবে প্রভাবিত করতে পারেনি।’