আলোচিত টুইটের ব্যাখ্যা দিলেন ফখর জামান
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। অফফর্মে থাকার সময় তাকে নিয়ে এক টুইট করে রীতিমত আলোচনার জন্ম দিয়েছিলেন পাকিস্তানি ওপেনার ফখর জামান। লম্বা সময় পর সেই বিষয়টি নিয়ে মুখ খুললেন এই বাঁহাতি ব্যাটার।
সম্প্রতি এক অনুষ্ঠানে ফখর ব্যাখ্যা করেছেন কেন বাবরের পক্ষ নিয়ে কথা বলেছেন তিনি। ফখর এটাও বলেছেন, বোর্ডের বিপক্ষে কিছু বলতে চাননি তিনি।
ফখর বলেন, ‘আমি পরে বিষয়টা নিয়ে ভেবেছি যে, আমার আসলে তখন টুইটটা আমার করা উচিত হয়নি। তবে লোকে আমার পোস্টটা ভুলভাবে নিয়েছে। তারা ভেবেছে আমি বোর্ডের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছি। তবে এটা শতভাগ ভুল। আপনি যদি আমার টুইটের সময়টা দেখেন, দেখা যাবে আমি বোর্ডের সিদ্ধান্তের আগে পোস্ট করেছিলাম।’
ফখর আরও যোগ করেন, ‘আমি ২-৩ দিন ধরে নিউজে দেখছিলাম সাংবাদিকেরা এবং সাবেক ক্রিকেটাররা বাবরের সমালোচনা করছিলেন। মনে করেছিলাম বাবর দলের জন্য অনেক কিছু করেছে, তবুও তারা চাচ্ছিলেন যেন বাবরকে দল থেকে বাদ দেয়া হয়।’
উল্লেখ্য, ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত সিরিজের মাঝপথে ফখর তার অফিসিয়াল এক্স প্ল্যাটফর্মে বাবরের শেষ দুই টেস্টের বাইরে থাকা নিয়ে হতাশা প্রকাশ করেন। এই টুইটটি বাবরের কিছু হতাশাজনক পারফরমেন্সের পর আসে, যা সবশেষে তার দলের বাইরে চলে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়।