পাত্তা পেল না বরিশাল, উড়ছে রংপুর
তিন ম্যাচ, তিনটি জয়—বিপিএলে এখন পর্যন্ত রংপুর রাইডার্সের পারফরম্যান্স। প্রথম দুই ম্যাচে জয়ের পর আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) রংপুর মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের। ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি বরিশাল। জয় পেতে কষ্ট হয়নি রংপুরের। একপেশে ম্যাচে আট উইকেটে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রংপুর।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে বরিশাল। ১৮.২ ওভারে ১২৪ রানে অলআউট হয় দলটি। জবাবে ১৫ ওভারে দুই উইকেট হারিয়ে ১২৮ রান করে রংপুর।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বেশ বিপাকে পড়ে রংপুর। দ্রুত হারায় দুই উইকেট। ১৫ রান তুলতেই হারায় দুই উইকেট। রংপুরের দুই ব্যাটারকে ফিরিয়ে লড়াইয়ের ইঙ্গিত দেয় বরিশাল। যদিও, এরপর আর কোনো উইকেটই ফেলতে পারেনি তারা।
রংপুর ওপেনার আজিজুল হাকিম নিজের মুখোমুখি হওয়া প্রথম বলেই বিদায় নেন শূন্য রানে। ইকবাল হোসেন ইমনের বলে মোহাম্মদ নবীর হাতে ক্যাচ দেন তিনি। ওয়ানডাউনে নামা তৌফিক খানও রানের খাতা খোলার আগে ইমনের বলে তানভীর ইসলামের ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন।
জোড়া উইকেট যাওয়ার পর ওপেনার অ্যালেক্স হেলস ও টপঅর্ডার ব্যাটার সাইফ হাসান রংপুরের হাল ধরেন। দুজনের অবিচ্ছিন্ন ১১৩ রানের জুটিতে সহজ জয় পায় রংপুর। ৪১ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৪৯ রানে অপরাজিত থাকেন হেলস। হেলস ফিফটি না পেলেও সাইফ ঠিকই দেখা পান। ৪৬ বলে ছয়টি চার ও তিনটি ছক্কায় ৬২ রানে অপরাজিত থাকেন সাইফ।
বরিশালের পক্ষে দুটি উইকেটই নেন ইমন। যদিও, তিন ওভারে ৪১ রান দেন তিনি।
এদিকে, ব্যাটিংয়ে শুরুটা ভালোই করেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েও অবশ্য ইনিংস বড় করতে পারেননি বেশি। ১৮ বলে ২৮ রান করে বিদায় নেন নাহিদ রানার বলে বোল্ড হয়ে। আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত অবশ্য মাত্র ৯ রান করেই পরিণত হন শেখ মেহেদির শিকারে।
এরপর লেগে থাকে বরিশালের আসা-যাওয়ার মিছিল। তাওহিদ হৃদয় ৪, কাইল মায়ার্স ১৩, মুশফিকুর রহিম ১৫, মাহমুদউল্লাহ ১০—বলার মতো রান আসেনি কারও ব্যাট থেকেই। শেষ দিকে মোহাম্মদ নবী ১৭ বলে ২১ রান করে দলের সংগ্রহ ১০০ পার করতে সাহায্য করেন। শেষ ব্যাটার হিসেবে রানআউট হন তিনি।
রংপুরের পক্ষে চার ওভারে ১৮ রানে তিন উইকেট নেন খুশদিল মাহ। দুই ওভারে ১০ রান দিয়ে ইফংতিখার আহমেদ নেন দুই উইকেট। নাহিদ রানাও দুটি উইকেট পান, তবে রান দিয়েছেন চার ওভারে ৩২।
সংক্ষিপ্ত স্কোর
ফরচুন বরিশাল : ১৮.২ ওভারে ১২৪/১০ (তামিম ২৮, শান্ত ৯, হৃদয় ৪, মায়ার্স ১৩, মুশফিক ১৫, মাহমুদউল্লাহ ১০, ফাহিম ১, নবী ২১, আফ্রিদি ৮, তানভীর ৬, ইমন ০*; রাব্বি ২-০-১৫-০, মেহেদি ৩-০-৩৩-১, ইফতিখার ২-০-১০-২, জাভেদ ৩.২-০-১৩-১, নাহিদ ৪-০-৩২-২, খুশদিল ৪-০-১৮-৩)
রংপুর রাইডার্স : ১৫ ওভারে ১২৮/২ (হেলস ৪৯*, হাকিম ০, তৌফিক ০, সাইফ ৬২*; শাহিন আফ্রিদি ৩-০-৩১-০, ইমন ৩-০-৪১-২, তানভীর ৪-০-৯-০, কাইল মায়ার্স ১-০-১২-০, নবী ২-০-১৬-০, ফাহিম ২-০-১৪-০)