আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলতে ইসিবিকে রাজনীতিবিদদের চিঠি
আগামী মাসে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। দীর্ঘ আট বছর পর ফের অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি। তবে, এবারের আসর শুরু হওয়ার আগে থেকেই বেশ সমালোচিত। আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের নাম ঘোষিত হওয়ার পর ভারত বেঁকে বসে। তারা পাকিস্তানে খেলতে যাবে না। তা নিয়ে জল কম ঘোলা হয়নি। পরবর্তীতে আইসিসি হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়। যেখানে ভারত নিজেদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে।
সেটি মীমাংসা হওয়ার পর নতুন করে আলোচনায় চ্যাম্পিয়ন্স ট্রফি। এবারের আলোচনা ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচ ঘিরে। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে ইংল্যান্ডের সঙ্গী অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ২৬ ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা ইংল্যান্ডের। এর আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে (ইসিবি) চিঠি দিয়েছে দেশটির ১৬০ জন রাজনীতিবিদ। তারা চান, ইংল্যান্ড যেন আফগানদের বিপক্ষে ম্যাচটি না খেলেন।
ত্রীড়াভিত্তিক ব্রিটিশ গণমাধ্যম স্কাই স্পোর্টসে প্রকাশিত আজ মঙ্গলবারের (৭ জানুয়ারি) প্রতিবেদন মতে, ১৬০ জন ব্রিটিশ রাজনীতিবিদ ইসিবি বরাবর চিঠি দিয়ে আহ্বান জানিয়েছে, যাতে তারা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি না খেলে। আইসিসির দৃষ্টি আকর্ষণ করেন তারা।
চিঠির ভাষ্য অনুযায়ী, আফগানিস্তানে তালেবান শাসন কায়েম হওয়ার পর নারীরা অধিকার হারাচ্ছে। বিশেষ করে, ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশ নিতে দিচ্ছে না তালেবান সরকার, যা দেশটির সাধারণ জনগণের ওপর প্রভাব ফেলছে। আমরা ক্রিকেটের বিষয়গুলো বুঝি। তবু, ইসিবিকে আহবান জানাচ্ছি, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি যেন তারা বয়কট করে।