রংপুরের জয়রথ থামাতে ব্যাটিংয়ে বরিশাল
একদিনের বিরতি দিয়ে আবার শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্ব। দিনের প্রথম ম্যাচেই মুখোমুখি দুই জায়ান্ট ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। যাদেরকে ধরা হচ্ছে শিরোপার অন্যতম দাবিদার। তারকাসমৃদ্ধ এই দুই দলের লড়াইয়ে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। এই ম্যাচ জিতে জয়রথ অব্যাহত রাখতে চায় দলটি।
পাঁচম্যাচের সবকটি জিতে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রংপুর রাইডাস। দ্বিতীয় অবস্থানে আছে তামিমের বরিশাল। দলটি ৪ ম্যাচে ৩ জয়ে দুইয়ে রয়েছে। কোনো ম্যাচ না জেতা সিলেট রয়েছে তলানীতে। এবারের বিপিএলে কিছুতেই থামছে না রংপুরের জয়রথ।
তাই তামিমের বরিশাল কি পারবে সেই জয়রথ থামাতে তা তো সময়ই বলে দেবে। তবে, কাজটা মোটেও সহজ হবে না। কেননা, দিনের ম্যাচগুলোতে সিলেটে সাধারণত রানবন্যা দেখা যায়। তাই জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা।