হাইভোল্টেজ ম্যাচে রংপুরকে চ্যালেঞ্জ জানাল বরিশাল
পয়েন্ট টেবিলের শীর্ষ দুদল। তারকা ক্রিকেটারদের নিয়ে পারফর্মেও সেরা। স্বাভাবিকভাবে দুদলের লড়াইকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। চায়ের শহর সিলেটে এমন হাইভোল্টেজ ম্যাচে রংপুর রাইডার্সের সামনে খুব বড় লক্ষ্য না রাখলেও কাইল মায়ার্সের ব্যাটে লড়াই করার পুঁজি গড়েছে ফরচুন বরিশাল। টুর্নামেন্টের ১৩তম ম্যাচে রংপুরকে ১৯৮ রানের লক্ষ্য দিয়েছে তামিম ইকবালের দল।
বিপিএলে আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৭ রানের পুঁজি পেয়েছে ফরচুন বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেছেন কাইল মায়ার্স। মাত্র ২৯ বল ও ২১০ স্ট্রাইক রেটে যা সাজানো সাত ছক্কা আর এক বাউন্ডারি দিয়ে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটিতে আজ টস জিতে বরিশালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রংপুর। আগে বোলিং করা সুবিধা শুরুতে অবশ্য খুব বেশি নিতে পারেনি রংপুর। ওপেনিং জুটিতে দুই তারকা ওপেনার তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত মিলে গড়েন ৮১ রানের জুটি।
১১তম ওভারে এই জুটি ভাঙে রংপুর। এক ওভারেই দুই ওপেনার তামিম-শান্তকে মাঠছাড়া করে কামরুল ইসলাম রাব্বি। প্রথমে ওভারের প্রথম বলে খুশদিলের হাতে ক্যাচ বানিয়ে বিদায় করেন শান্তকে। ৩০ বলে ৪১ করে থামে শান্তর ওপেনিং ইনিংস। এরপর একই ওভারের শেষ বলে হেলসের হাতে ক্যাচ বানিয়ে তামিমকে মাঠছাড়া করেন রাব্বি। ড্রেসিংরুমে ফেরার আগে ৩৪ বলে ৪০ রান করে ফিরে যান বরিশাল অধিনায়ক তামিম।
দুই ওপেনারকে হারানোর পর তাওহিদের সঙ্গে জুটি গড়েন কাইল মায়ার্স। তবে ২৩ রান করে তাওহিদ এরপর উইকেটে নেমে মাহমুদউল্লাহ ২ রানে বিদায় নিলে কিছুটা রানের গতি কমে বরিশালে। টানা কয়েক উইকেট হারানোর পর শেষ দিকে ফাহিম আশরাফকে নিয়ে ঝড় তোলেন মায়ার্স। ২৯ রানে পঞ্চম উইকেটের এই জুটি ভাঙেন সাইফউদ্দিন। রংপুরের এই পেসারের বলে সতীর্থ মায়ার্সের সঙ্গে প্রান্ত বদল নিয়ে ভুল বুঝাবুঝিতে রানআউটে কাটা পড়েন ফারিম আশরাফ। ৬ বলে ২০ রান করে ফাহিম ফেরার পর শেষ পর্যন্ত মায়ার্সের ব্যাটে চড়ে লড়াইয়ের পুঁজি পায় বরিশাল।
রংপুর রাইডার্সের হয়ে বল হাতে ৪৭ রান দিয়ে দুই উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি। জাবেদের শিকার ১৬ রানে একটি। ৪২ রান খরচায় সাইফউদ্দিনের শিকারও একটি।