আশেপাশের মানুষ আমাকে ভালো হতে দিচ্ছে না : সাব্বির
সাব্বির রহমান আর বিতর্ক, দুটি যেন একে অন্যের পরিপূরক। ক্যারিয়ারের শুরু থেকে একের পর এক বিতর্কে বিদ্ধ তিনি। এমনকি বিতর্কের কারণেই নিজের আলোকিত ক্যারিয়ারে অন্ধকার নামিয়ে এনেছেন এক সময় হার্ডহিটার ব্যাটারের তকমা পাওয়া সাব্বির।
চলতি বিপিএলের শুরুতেও বিতর্কের সঙ্গী হয়েছেন সাব্বির। ঢাকা ক্যাপিটালসের হয়ে প্রথম তিন ম্যাচে খেলানো হয়নি তাকে। পরে জানা যায়, দলীয় নিয়ম ভেঙেছেন তিনি। দলটির কোচ খালেদ মাহমুদ অভিযোগ আনেন, অনুশীলনে যোগ না দেওয়ার কারণে সাব্বিরকে শাস্তি হিসেবে প্রথম ম্যাচগুলোতে খেলানো হয়নি।
চতুর্থ ম্যাচে সুযোগ দেওয়া হয় সাব্বিরকে। ওই ম্যাচে ভালো না করলেও ঢাকার পঞ্চম ম্যাচে সাব্বির দেখান নিজের হিটিং পাওয়ার। গতকাল চিটাগং কিংসের বিপক্ষে মাত্র ৩৩ বলে ৮২ রানের ইনিংস উপহার দেন সাব্বির। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও আসেন দলের পারফর্মার।
সংবাদ সম্মেলনে চলতি বিপিএলের বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে সাব্বির উত্তর দেন, 'ছোট থেকেই তো মানিয়ে নিচ্ছি সবকিছু। যেটা কোচের সঙ্গে কথা হয়েছিল, পারিবারিক সমস্যা ছিল। হয়তো তিনি বোঝেননি। কিন্তু আমার কাছে মনে হয়েছে ভেতরের কথাগুলো গণমাধ্যমকে না বলাই ভালো।’
সাব্বিরের দাবি আশেপাশের মানুষগুলো তাকে ভালো হতে দিচ্ছে না। তিনি বলছেন, যেহেতু সাব্বির রহমান, কিছু হলেই শৃঙ্খলার কথা চলে আসে। আমি চেষ্টা করছি ঠিক করার জন্য। কিন্তু আশেপাশের কিছু মানুষ হয়তো ভালো হতে দিচ্ছে না। পুশ করছে আমাকে। সত্যি বলতে এটা নিয়ে আমি খুব বেশি চিন্তিত না। আমার কাজ হচ্ছে খেলা, পারফর্ম করা সেটাই করছি ইনশাআল্লাহ।’