এবার কি সত্যিই অবসান অবসর নাটকের?
তামিম ইকবাল খান—নামটা সামনে এলে একটা সময় ভেসে উঠত ডাউন দ্য উইকেটে এসে জহির খানকে মারা বিশাল ছক্কার দৃশ্য। এই নামটা মানেই দেশের সেরা ওপেনার। ভরসার অপর নাম ছিলেন তিনি। গত প্রায় দেড় যুগে বাংলাদেশের ক্রিকেটে অনেক ওপেনার এসেছেন, তামিম একজনই ছিলেন। একপ্রান্তে নিয়মিত বদল দেখতেন, অপর প্রান্তে বিশালতা নিয়ে দাঁড়িয়ে থাকতেন তিনি। যার বিকল্প খুঁজে পাওয়া যায়নি!
সেই তামিম ইকবালের ক্যারিয়ারের দুটি অধ্যায়। অবসরের আগে ও পরে। বলা চলে নাটকের আগে ও পরে। একজন ক্রিকেটার অবসর নেবেন, এটি স্বাভাবিক প্রক্রিয়া। সহজ ও স্বাভাবিক এই ব্যাপারটিকেই দেড় বছর ধরে ঘোলাটে করেছেন তামিম। দেশের ক্রিকেটের সেরা ওপেনার থেকে তিনি বনে যান ক্রাইবয়। বারবার তার সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারা। শেখ হাসিনা ফিরিয়ে এনেছিলেন, তার কথাও রাখেননি তামিম।
সিলেটে গত ৮ জানুয়ারি তামিমের সঙ্গে আরেক দফা বৈঠকে বসে বিসিবি। আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে তামিমকে নিয়ে জরুরি সভার আয়োজন করা হয়। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, হান্নান সরকারদের বৈঠক শেষে তামিম জানান, পরিবারের সঙ্গে কথা বলে দুই একদিনের মধ্যে সিদ্ধান্ত দেবেন। সিদ্ধান্ত দুদিনের মধ্যেই জানালেন, তবে সেটি না ফেরার।
এবার আর সংবাদ সম্মেলন করে নয়, তামিম অবসরের ঘোষণা দিলেন ফেসবুক পোস্টে। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শুক্রবার (১০ জানুয়ারি) পোস্ট করেন তিনি। তামিমের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে তার যে দূরত্ব তৈরি হয়েছে, সেটি আর ঘোচার মতো নয়। তাই, থামছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটকে না বলে দিয়েছেন। তা, তিনি অবসরের ঘোষণা দিতেই পারেন। প্রশ্ন হচ্ছে, বড় টুর্নামেন্টের আগেই কেন দিতে হবে?
পোস্টে অবশ্য তামিম অনুরোধ করেছেন, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর। তিনি চান না তাকে নিয়ে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ নষ্ট হোক। অথচ, তিনি জানেন তাকে নিয়ে আলোচনা হবেই। এর আগে ওয়ানডে বিশ্বকাপের আগে ছেড়েছিলেন অধিনায়কত্ব। অবসর থেকে ফিরে মাঠে নামার কথা বললেও হয়নি। কিংবদন্তির মতো মাঠ থেকে বিদায় নেওয়া হলো না দেশের ক্রিকেটের সর্বকালের সেরা ওপেনারের।
দায়টা কার? এর দায়মুক্তিই বা ঘটবে কীভাবে? দায় তামিমের। দায়মুক্তির উত্তর কারও বোধহয় জানা নেই। যেমনটা তামিম নিজেও জানতেন না, প্রহর শেষের আলোয় নিজেকে রাঙাতে পারবেন না তিনি। আরেকটা প্রশ্ন থাকে। তামিম এবার আবার ফেরা না ফেরার গল্প ফাঁদবেন না তো?