সবচেয়ে বেশি রান, সবচেয়ে বড় জয়—এ যেন অন্যরকম ঢাকা
ছয়ে ছয়! না জয় নয়। আজকের ম্যাচের আগে ঢাকা ক্যাপিটালসের হারের সারাংশ এটি। নতুন রূপে বিপিএলে এসে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছিল ঢাকা। রোববার (১২ জানুয়ারি) সিলেটে অবশ্য অন্যরকম এক ঢাকার দেখা পেল সবাই। দুর্বার রাজশাহীকে নিয়ে ব্যাটে-বলে ছেলেখেলা করে ঢাকা তুলে নিয়েছে আসরে তাদের প্রথম জয়। সেই জয়ের ব্যবধান ১৪৯ রান।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ২৫৪ রান তোলে ঢাকা। জবাবে ১৫.২ ওভারে ১০৫ রানে গুটিয়ে যায় রাজশাহী।
ঢাকার ইনিংসটি ছিল বিপিএলের ১১ বছরের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এরপর ম্যাচ জিততে হলে রাজশাহীকে গড়তে হতো আরেকটি নতুন রেকর্ড। স্বাভাবিকভাবেই সেটি করতে পারেনি রাজশাহী। ব্যাটিংয়ের পর বল হাতেও উজ্জ্বল ছিল ঢাকা। বোলাররা পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন শুরুতেই। তিন রান তুলতেই তাই দুই উইকেট হারায় রাজশাহী।
সেখান থেকে ম্যাচে ফিরতে পারেনি তারা। উইকেট হারায় নিয়মিত বিরতিতে। রাজশাহীর পক্ষে ৩২ বলে ৯টি চারে ৪৭ রানে অপরাজিত থাকেন রায়ান বার্ল। এটিই তাদের ব্যক্তিগত সর্বোচ্চ। শূন্য রানে সাজঘরে ফিরেছেন চারজন। অন্যদিকে, চারজন ছাড়া বাকিরা পার হতে পারেননি দুই অঙ্কের ঘর। ফলাফল, ঢাকা পায় সহজ জয়।
ঢাকার পক্ষে দুটি করে উইকেট নেন আবু জায়েদ রাহী, মুকিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন ও ফরমানউল্লাহ। মুস্তাফিজ পান এক উইকেট। একটি হয় রানআউট।