প্রত্যাবর্তনের ম্যাচে ঢাকার যত রেকর্ড
আগের ছয় ম্যাচে হার। লিটন কুমার দাসের জায়গা হয়নি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। বিফল মনোরথ নিয়ে আজও হয়তো ঢাকা ক্যাপিটালসের খেলা দেখতে বসেছিলেন ভক্তরা। কিন্তু, লিটন দাস ও তানজিদ তামিম মিলে যা দেখালেন, তা দেখতে প্রস্তুত ছিল না কেউই। রোববার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এমন সব রেকর্ড হলো, যার কিছু কিছু বিপিএলে প্রথম। আর একটি তো টি-টোয়েন্টির ইতিহাসেরই সেরা। টুর্নামেন্টে প্রথম জয় পাওয়ার পথে রেকর্ড বই রীতিমতো তছনছ করে দিয়েছে ঢাকা।
লিটনের তুফান
লিটনকে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ দেওয়ার ব্যাখ্যায় বিসিবির প্রধান নির্বাচক বলেছিলেন, ‘দেখুন লিটন আউট অফ ফর্ম। প্রথমত তিনি দীর্ঘদিন ধরে এই ফরম্যাটে রানের তীব্র খরায় ভুগছে। আউটের প্যাটার্নগুলো অনেকটা একইরকম। ক্রিজে নিজেকে সেট করতে পারছে না। অতিরিক্ত চাপ নিচ্ছে। এরপরও আমরা অনেকগুলো ম্যাচে তাকে সুযোগ দিয়েছি। এসব কারণেই তাকে রাখা হয়নি।’
কয়েক ঘণ্টার ব্যবধানে সেই লিটনই চুরমার করে দিলেন ইতিহাস। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না হওয়ার দুঃখ লিটন ঝাড়লেন দুর্বার রাজশাহীর বোলারদের ওপর। বিপিএলের ইতিহাসে ক্রিস গেইলের যৌথভাবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন লিটন, বাংলাদেশিদের মধ্যে এককভাবেই দ্রুততম। ৪৪ বলে করা শতকটি লিটনের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম। ২২৭.২৭ স্ট্রাইক রেটে ৫৫ বলে ১০টি চার ৯টি ছক্কায় ১২৫ রানে অপরাজিত থাকেন লিটন।
তামিমের পাশে তামিম
বাংলার ক্রিকেটের অবিসংবাদিত সেরা ওপেনার তামিম ইকবাল। বিপিএলেও সফল তিনি। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টটিতে বাংলাদেশিদের মধ্যে এতদিন সবচেয়ে বেশি দুটি সেঞ্চুরি ছিল তামিমের। আজ লিটনের সঙ্গে ঢাকার জার্সিতে সেঞ্চুরি করেছেন আরেক তামিম। ১৬৮.৭৫ স্ট্রাইক রেটে ৬৪ বলে ছয়টি চার ও আট ছক্কায় ১০৮ রান করেন তানজিদ হাসান তামিম। বিপিএলে এটি তার দ্বিতীয় শতক। বড় তামিমের পর একমাত্র বাংলাদেশি হিসেবে এই টুর্নামেন্টে দুটি শতক আছে ছোট তামিমেরই।
দলীয় সর্বোচ্চ সংগ্রহ
এর আগে বিপিএলের ইতিহাসে দলীয় সর্বোচ্চ সংগ্রহই ছিল ২৩৯। রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সেই রেকর্ড ভেঙে ২৫৪ তোলে ঢাকা, বিপিএল প্রথমবার দেখল আড়াইশ পার করা দলীয় সংগ্রহ।
লিটন-তামিমের রেকর্ড ভাঙা জুটি
লিটন-তামিমের উদ্বোধনী জুটিতে আসে ২৪১ রান। যে কোনো উইকেটে বিপিএলের সর্বোচ্চ জুটি এটি। আর প্রথম উইকেটে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে গোটা পৃথিবীতেই এটি সর্বোচ্চ জুটি। এই জুটি ভেঙেছে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রথম উইকেটে বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের করা ২২৯ রানের রেকর্ড।
সবচেয়ে বেশি রানের জয়
বিপিএলে এর আগে রানের হিসেবে সর্বোচ্চ জয়ের রেকর্ড ছিল চিটাগং কিংসের দখলে। ২০১৩ সালে তখনকার সিলেট রয়্যালসের বিপক্ষে ১১৯ রানে জিতেছিল চিটাগং। আজ দুর্বার রাজশাহীর বিপক্ষে ঢাকা পেয়েছে ১৪৯ রানের জয়। যা টুর্নামেন্টে সবচেয়ে বেশি রানে জয়ের রেকর্ড।