গতির ঝলক দেখিয়ে পিএসএলে দল পেলেন নাহিদ রানা
নাহিদ রানা—গতি দিয়ে এই বাংলাদেশি ক্রিকেটার নিজেকে চিনিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দ্রুততম পেসারকে নিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও কম আগ্রহ নেই। যার প্রমাণ মিলল পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের দল পেশোয়ার জালমি তাকে দলে ভিড়িয়েছে।
আজ সোমবার (১৩ জানুয়ারি) লাহোর ফোর্টে অনুষ্ঠিত চলছে পাকিস্তান সুপার লিগের আগামী আসরের প্লেয়ার্স ড্রাফট। পাকিস্তানি ক্রিকেটারদের পাশাপাশি নাম দিয়েছেন ৫১০ জন বিদেশি ক্রিকেটার। যেখানে বাংলাদেশেরও ৩৯ ক্রিকেটার নাম দিয়েছেন।
ড্রাফটের গোল্ড ক্যাটাগরি থেকে বাংলাদেশের তরুণ গতি তারকা নাহিদ রানাকে দলে টেনেছে পেশোয়ার জালমি। অবশ্য নাহিদ যে দল পাবেন তা অনেকটাই অনুমিত ছিল। কারণ দলগুলো তার গতিকে কাজে লাগাতে চায়। নাহিদ দল পেলেও মুস্তাফিজ-সাকিবদের মতো আইপিএল মাতানো তারকাদের নিয়ে কোনো ফ্র্যাঞ্চাইজ আগ্রহ দেখায়নি।
দল পেয়েছেন ডেভিড ওয়ার্নার, টম কোহলার ক্যাডমোর, অ্যাডাম মিলনে, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েলরা। যদিও তাদের দল পাওয়ার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতে তাদের দলে নেয়াার সুযোগ থাকবে পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের।