লিটনের বাদ পড়ায় অবাক ক্যারিবীয় কিংবদন্তি
দুর্দান্ত রাজশাহীর বিপক্ষে অপরাজিত ১২৫ রানের ইনিংস খেলে সব সমালেচনার জবাব দেন ওপেনার লিটন দাস। মাঠে বসেই লিটনের এমন ইনিংস দেখেন ক্যারিবীয় কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস। বিপিএলে তৃতীয়বার ধারাভাষ্যকার হিসেবে আসা এই কিংবদন্তি চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড থেকে লিটনের বাদ পড়ায় অবাক হয়েছেন।
গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই পেসার বলেন, 'সত্যি বলতে, লিটনকে বাংলাদেশের স্কোয়াডে না দেখে আমি অবাক হয়েছি। ওর ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই। তার প্রমাণ রেখেছে খুলনার বিপক্ষে ম্যাচে। তবে তার সাম্প্রতিক পারফর্মেন্স নিয়ে আমার ধারণা নেই। নিশ্চয়ই নির্বাচকরা সবকিছু চিন্তা করেই তাকে বাদ দিয়েছেন। আমি ওকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিস করব।'
এছাড়াও পেসার নাহিদ রানা প্রসঙ্গে এই ক্যারিবীয় কিংবদন্তি বলেন, এ ধরনের ফাস্ট বোলার কালেভদ্রে বিশ্ব ক্রিকেটে আসে। বাংলাদেশ দারুণ এক ক্রিকেটারকে পেয়েছে। (রানার) গতির সঙ্গে লাইন ও লেন্থ চমৎকার। বিসিবির উচিত ওর প্রতি যত্নশীল হওয়া। ক্রিকেটকে রানার অনেক কিছু দেয়ার আছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাউকেই ফেবারিট বলা যাবে না। প্রতিটা ম্যাচে শূন্য থেকে শুরু করতে হয় দলগুলোকে। তাই আমি এই টুর্নামেন্ট নিয়ে ভবিষ্যদ্বাণী করতে রাজি নই।'
১২ জানুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের চূড়ান্ত দলে লিটনের না থাকাটা বড় চমক। জাতীয় দলের হয়ে সাম্প্রতিক সময়টা খুব বাজে যাচ্ছে তার। লিটন নিজেও মেনে নিয়েছেন তার না থাকার বিষয়টি। তবে ঢাকা ক্যাপিটালসের হয়ে তার রেকর্ডগড়া সেঞ্চুরিতে ফের স্কোয়াডে ফেরার দাবিও উঠছে।