কাবরেরা-বাটলারে আস্থা, চুক্তির মেয়াদ বাড়াচ্ছে বাফুফে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা ও মেয়েদের সাফ জয়ী কোচ পিটার জেমস বাটলারের চুক্তি শেষ হয়ে গিয়েছিল গত ৩১ ডিসেম্বর। এরপর আর নতুন কাউকে নিয়োগ দেয়নি বাফুফে। পুরনো দুই কোচের ওপরই আস্থা রাখছেন সভাপতি তাবিথ আউয়াল। এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও শোনা যাচ্ছে বৃহস্পতিবারের মধ্যে তাদের সঙ্গে চুক্তি নবায়ন হতে পারে।
জানা গেছে, গতকাল বুধবার (১৫ জানুয়ারি) কোচদের চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে অনলাইনে বাফুফের জরুরি কমিটির সভা অনুষ্ঠিত হয়। ইংল্যান্ডে অবস্থান করায় অনলাইনে যুক্ত হয়েছিলেন সভাপতি তাবিথ আউয়াল। শোনা যাচ্ছে কাবরেরাকে আগামী বছর মার্চে এশিয়ান কাপের বাছাই পর্যন্ত রেখে দেওয়া হতে পারে। যদি দল ভালো করতে পারে, সেক্ষেত্রে চুক্তির মেয়াদ ফের বৃদ্ধির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর বাটলারের সঙ্গে চুক্তি হতে পারে এক বছরের।
কোচ নিয়োগ নিয়ে কথাবার্তা চলছিল বেশ কিছু দিন ধরেই। কিন্তু সবকিছু এক সুতোয় মিলছিল না। তাই হয়তো স্বল্প মেয়াদের জন্য কোচ নিয়োগ দেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ ফুটবলে ভারতের মাটিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম খেলা। কোচের সঙ্গে যদি ৩১ মার্চ পর্যন্ত চুক্তি হয়, তাহলে কাবরেরা মূলত ভারতের বিপক্ষেই ম্যাচ পাবেন। এর আগে ফিফা উইনডোতে ম্যাচ হলে সেটিও পাবেন। তবে ভারতের বিপক্ষে ২৫ মার্চের পর দ্বিতীয় ম্যাচ হবে ১০ জুন।
এদিকে, মার্চে ফিফা উইন্ডোতে মেয়েদের জন্য ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাফুফে। সেটির প্রস্তুতি হিসেবে বাফুফে ভবনের ক্যাম্পে ডাক পাওয়া ৩১ জনের মধ্যে ১৩ জন এসেছেন বুধবার প্রথম দিনে। ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপে প্রথম ম্যাচের আগে সৌদি আরবে ক্যাম্প আয়োজনের চেষ্টায় বাফুফে।