রেকর্ড পারিশ্রমিকে হলান্ডের সঙ্গে চুক্তি নবায়ন ম্যানসিটির
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির ইতিহাসে অন্যতম সেরা ফুটবলারদের তালিকা করলে প্রথম দিকেই উঠে আসবে ফরোয়ার্ড আর্লিং হলান্ডের নাম। গোল মেশিন খ্যাত এই ফুটবলারকে যেন কিছুতেই ছাড়তে নারাজ ইংলিশ ক্লাবটি। নতুন করে ১০ বছরের চুক্তি করেছে সিটিজেনরা। যার মানে দাঁড়ায় ২০৩৪ সাল পর্যন্ত ম্যানসিটিতেই থাকছেন হলান্ড।
গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) এক ভিডিওবার্তার মাধ্যমে হলান্ডের চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করে ম্যানসিটি। ২৪ বছর বয়সী এই তারকা আড়াই মৌসুমে ক্লাবটির হয়ে ১২৬ ম্যাচে গোল করেছেন ১১১টি। জিতেছেন ৫টি শিরোপা। ২০২২-২৩ মৌসুমে ট্রেবল জয়েও হলান্ডের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা।
সিটির সঙ্গে হলান্ডের আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত। আরও সাড়ে ৯ বছর ইতিহাদে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বর্তমানে প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারদের মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির তালিকায় এখন হলান্ডের নাম সবার ওপর। চুক্তির মেয়াদ ফুরোনোর সময় তার বয়স হবে ৩৪ বছর। নতুন চুক্তিতে তার সাপ্তাহিক বেতন হবে ৫ লাখ ডলার। যা ইউরোপে খেলা ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ।
এর আগে, ২০২২ সালে ৬ কোটি ইউরোর বিনিময়ে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন হলান্ড। চুক্তি নবায়ন করার পর ভিডিওতে হলান্ড বলেন, ‘প্রিয় ডিফেন্ডাররা, আমি দুঃখিত। আমি এখানে থাকতেই এসেছি। এখন আমি নিজেকে আরও বিকশিত করতে চাই, আরও ভালো করার জন্য পরিশ্রম চালিয়ে যেতে চাই এবং সামনে আরও সাফল্য অর্জনে আমার সেরাটা দিয়ে দলকে সহায়তা করতে চাই।’