গেতাফেতে আটকে গেল বার্সা
লা লিগায় সময়টা খুব একটা ছন্দে নেই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। টানা চার ম্যাচ জয়বঞ্চিত হ্যান্সি ফ্লিকের দল। এবার এগিয়ে থেকেও নিচের সারির দল গেতাফের কাছে আটকে গেল বার্সা। এ নিয়ে লিগে সবশেষ আট ম্যাচের মধ্যে সাতটিতেই পয়েন্ট হারাল হ্যান্সি ফ্লিকের দল।
গতকাল শনিবার (১৮ জানুয়ারি) দিনগত রাতে কলিজিয়াম আলফোনসো পেরেজ স্টেডিয়ামে গেতাফের সঙ্গে ১-১ গোলে ড্র করে বার্সেলোনা। গোল করেন গেতাফের মাউরো আরামবাররি ও বার্সেলোনার জুলস কুন্দে।
ম্যাচে এগিয়ে যেতে খুব বেশি সময় লাগেনি বার্সার। নবম মিনিটেই দারুণ সুযোগ পায় বার্সেলোনা। পেদ্রির বাড়ানো বল থেকে প্রথম প্রচেষ্টায় দলকে এগিয়ে নিতে না পারলেও দ্বিতীয় প্রচেষ্টায় ঠিকই সাফল্য পান এই ডিফেন্ডার।
৩৩তম মিনিটে আরও একটি দারুণ সুযোগ পেয়েছিল বার্সা। তবে, লামিন ইয়ামালের ক্রসে দূরের পোস্টে রাফিনিয়ার হেডে বল পাশের জালে লাগে। অবশ্য বার্সা না পারলেও পরের মিনিটেই সমতায় ফেরে গেতাফে। বক্সের ভেতর থেকে জালে বল জড়ান আরামবারি। তাতেই ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুদল।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও বেশকটি সুযোগ পায় বার্সা। তবে, কাজে লাগাতে পারেনি দলটি। ৮২তম মিনিটে গোলের ভালো সুযোগ পান রাফিনিয়া। দূরের পোস্টে ভলি লক্ষ্যে রাখতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। যার ফলে ড্র নিয়ে সন্তুষ্ট থেকেই মাঠ ছাড়তে হয় কাতালানদের।
২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে বার্সেলোনা। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬ নম্বরে গেতাফে। এদিকে একই দিন লেগানেসের কাছে ১-০ গোলে হেরে গেছে লিগ লিডার অ্যাতলেটিকো মাদ্রিদ। ফলে শীর্ষস্থান মজবুত করতে পারল না সিমিওনের দল।