আড়াই দিনে ওয়েস্ট ইন্ডিকে হারিয়ে এগিয়ে গেল পাকিস্তান
দীর্ঘ দেড় যুগ পর পাকিস্তান সফরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুলতানে মুখোমুখি হয় দুদল। গত ১৭ জানুয়ারি শুরু হওয়া ম্যাচটি শেষ হয়েছে তিন দিনের কম সময়ে। আজ রোববার (১৯ জানুয়ারি) ওয়েস্ট ইন্ডিজকে ১২৭ রানে হারিয়েছে পাকিস্তান। সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
আগে ব্যাট করে প্রথম ইনিংসে পাকিস্তান তোলে ২৩০। জবাবে ১৩৭ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। ৯৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা পাকিস্তান থামে ১৫৭ রানে। ক্যারিবীয়দের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৫১ রানের। কিন্তু, স্বাগতিক স্পিনারদের দাপটে ১২৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।
পুরো ম্যাচেই আসলে দাপট ছিল বোলারদের। চার ইনিংসের প্রতিটিতে ব্যাটিং দল হয়েছে অলআউট। তিন দিনের কম সময়ে শেষ চার ইনিংস। সবচেয়ে বেশি দাপট দেখিয়েছে পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান ও আবরার আহমেদ। দ্বিতীয় ইনিংসে সাজিদ পাঁচটি ও আবরার শিকার করেন চার উইকেট। প্রথম ইনিংসে আবার সাজিদ জুটি বেঁধেছিলেন আরেক স্পিনার নোমান আলীর সঙ্গে। প্রথম ইনিংসে সাজিদ নেন চার উইকেট, নোমানের শিকার পাঁচটি। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হন সাজিদ।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ২৫ জানুয়ারি থেকে, মুলতান ক্রিকেট স্টেডিয়ামে।