চ্যাম্পিয়নস ট্রফির আগে দুঃসংবাদ পেল পাকিস্তান
দরজায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ২০২৫ আসর। আগামী মাসেই পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠতে যাচ্ছে এই জমজমাট টুর্নামেন্টের। লম্বা সময় পর কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। যদিও এই টুর্নামেন্টের আগে বড়সড় ধাক্কা খেল পাকিস্তান। দলের অন্যতম পারফর্মার সাইম আইয়ুবকে পাওয়া নিয়ে জেগেছে শঙ্কা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি কেপ টাউন টেস্টের প্রথমদিন গোড়ালিতে চোট পেয়ে ৬ সপ্তাহের জন্য ছিটকে গেছেন সাইম। যার ফলে চ্যাম্পিয়নস ট্রফিতে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মূল বাউন্ডারি লাইনে ফিল্ডিংয়ের সময় চোটে পড়েন এই ক্রিকেটার। স্ক্যান করানোর পর রিপোর্টে জানা যায়, তার গোড়ালিতে চিড় ধরা পড়েছে এবং সুস্থ হতে ছয় সপ্তাহ সময় লাগবে।
এর ফলে কেপটাউন টেস্টে আর খেলা না হচ্ছে না তার। অবশ্য দলের সঙ্গেই আছেন তিনি। যেহেতু ৬ সপ্তাহ পরই পাকিস্তানের মাটিতে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তাই বৈশ্বিক এই টুর্নামেন্টের জন্য সময়মতো ফিট হয়ে উঠতে পারবেন কিনা, সেটা নিয়েও জেগেছে শঙ্কা।
উল্লেখ্য, এই সফরে প্রোটিয়াদের বিপক্ষে ৩টি টি-২০, ৩টি ওয়ানডে খেলেছে পাকিস্তান, এখন খেলছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে হারলেও সাইম দুই দলের মধ্যেই সর্বোচ্চ রানসংগ্রাহক। দুই ম্যাচে ৯৮ রানের অপরাজিত ইনিংসসহ করেছেন ১২৯। বৃষ্টির কারণে তৃতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সাইম ২৩৫ রান নিয়ে টপস্কোরারদের মধ্যে দুইয়ে। দুই ম্যাচেই করেন সেঞ্চুরি।