ব্র্যাথওয়েটকে ফিরিয়ে স্বস্তি ফেরালেন তাইজুল

দারুণ বোলিংয়ে ক‍্যারিবিয়ান ব‍্যাটসম‍্যানদের পরীক্ষা নিচ্ছেন বাংলাদেশ বোলাররা। ধীরে ধীরে কমছে ওয়েস্ট ইন্ডিজের রান রেট। এর মধ‍্যেই এক প্রান্তে আস্থার সঙ্গে ব‍্যাটিং করা ক্রেইগ ব্র‍্যাথওয়েটকে তাইজুল। বাঁহাতি এই বোলারের বলে তুলে মারতে গিয়ে মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ তুলে ফেরেন তিনি। আউটের আগে করেন ৬৩ বলে ৪৩ রান।ব্র্যাথওয়েট-কার্টের প্রতিরোধ ভাঙলেন তাসকিনমধ্যাহ্ন বিরতির আগে লুইসের বিদায়ে কিছুটা...