উন্নয়নশীল দেশগুলোর জন্য ৩০০ বিলিয়ন ডলারের জলবায়ু তহবিল অনুমোদন

আজারবাইজানের রাজধানী বাকুতে তিক্ততায় রূপ নেওয়া আলোচনার পর বিশ্ব আজ রোববার (২৪ নভেম্বর) বার্ষিক ৩০০ বিলিয়ন ডলারের একটি তহবিল অনুমোদন করেছে। তবে দুর্যোগে পর্যদুস্ত দরিদ্র দেশগুলো বিশ্বের দূষণের জন্য দায়ী বিত্তবান দেশগুলোর প্রতিশ্রুত এই তহবিলকে ‘অপমানজনক নগন্য’ হিসেবে অভিহিত করেছে। খবর এএফপির।

দুই সপ্তাহের দম আটকে আসার মতো বিশৃঙ্খল দর-কষাকষি এবং বিনীদ্র রাতের পর আজারবাইজানের একটি স্পোর্টস স্টেডিয়ামে প্রায় ২০০টি দেশ বিতর্কিত এই অর্থচুক্তিতে পৌঁছাতে পেরেছে।

‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সত্ত্বেও কৃষি উৎপাদন বেড়েছে’

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক বলেছেন, কৃষি অবকাঠামোর ধারাবাহিক রূপান্তর এবং আধুনিকীকরণের ফলে জনসংখ্যা বৃদ্ধি, আবাদযোগ্য জমি হ্রাস, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি থাকা সত্ত্বেও বাংলাদেশের কৃষি উৎপাদন ধাপে ধাপে বেড়েছে।

ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে এফএওয়ের মহাপরিচালক ড. চু ডং ইউয়ের সঙ্গে বৈঠকের সময় রাষ্ট্রদূত এসব কথা বলেন।

এলডিসি’র জন্য ২০০ বিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাবে সমর্থন জানাতে বাংলাদেশের আহ্বান

জলবায়ু সংকটের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্পোন্নত দেশ (এলডিসি) এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ২০০ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের প্রস্তাবে সমর্থন জানাতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়- আজ শুক্রবার (২২ নভেম্বর) আজারবাইজানের বাকুতে কপ২৯-এর চূড়ান্ত ফলাফলের বিষয়ে এলডিসি মন্ত্রী এবং ইইউ মন্ত্রীদের মধ্যে অনুষ্ঠিত দ্বি-পাক্ষিক বৈঠকে এই আহ্বান জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) ও বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য মো. জিয়াউল হক। 

জলবায়ু সংকট মোকাবিলায় নতুন বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো প্রয়োজন : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জলবায়ু সংকট মোকাবিলা এবং পৃথিবী ও মানব কল্যাণকর নতুন সভ্যতা গড়ে তুলতে এক নতুন বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো প্রয়োজন। 

গতকাল বুধবার (১৩ নভেম্বর) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এলডিসির উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পাঁচটি প্রধান জলবায়ু ঝুঁকিপূর্ণ স্বল্পোন্নত দেশ—নেপাল, মালাউই, গাম্বিয়া, লাইবেরিয়া ও বাংলাদেশের নেতারা যোগ দেন।

ব্রাইটার্সের আয়োজনে আন্তঃপ্রজন্ম জলবায়ু সংলাপ

বর্তমান বিশ্বের অন্যতম বড় সমস্যা জলবায়ু সংকট। জলবায়ু সুবিচারে দীর্ঘদিন ধরেই চলছে আন্দোলন। নানা সময়ে দেশের বিভিন্ন সংগঠন সোচ্চার হয়েছে সংকট নিরসনে। সংকট নিরসনে চাই তরুণদের অংশগ্রহণ ও সঠিক ব্যবস্থাপনা। এর জন্য প্রয়োজন অর্থায়ন।

সবকিছু বিবেচনায় নিয়ে ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত হলো ‘ইন্টারজেনারেশনাল ডায়লগ অন ক্লাইমেট ফাইন্যান্স : হিউম্যান রাইটস অ্যান্ড জাস্টিস পার্সপেক্টিভ’—শীর্ষক সংলাপ আলোচনা ও মতবিনিময় সভা। ডেইলি স্টার ভবনে সোমবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত হয় এটি।

জলবায়ু তহবিলের ৮৮৩ কোটি টাকা মেরে লাপাত্তা চৌধুরী নাফিজ সরাফাত

সরকারের জলবায়ু তহবিলের ৮৮৩ কোটি ৮১ লাখ ৬৫ হাজার ৮৫৩ টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী চৌধুরী নাফিজ সরাফাত। বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে পদ্মা ব্যাংকের (সাবেক ফার্মার্স ব্যাংক) বিভিন্ন শাখায় মেয়াদি আমানত হিসাবে জমা রেখে বেনামে ঋণ নিয়ে আত্মসাৎ করেন নাফিজ।

পলাতক চৌধুরী নাফিজ সরাফাতের পকেট থেকে রাষ্ট্রের এ বিপুল অর্থ বের করে আনতে উপদেষ্টা পরিষদের সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়। পদ্মা ব্যাংকে আমানত গ্রহণ করে তা আত্মসাৎ করা ও অন্যান্য আর্থিক কেলেঙ্কারির বিষয়ে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের সংস্কার করা হবে : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, দেশে জলবায়ু পরিবর্তন সহিষ্ণুতা অর্জনে আরও কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের (বিসিসিটি) প্রয়োজনীয় সংস্কার করা হবে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থায়নে প্রতিষ্ঠিত গ্রিন ক্লাইমেট ফান্ডে (জিসিএফ) ডাইরেক্ট এক্সেস এনটিটি হিসেবে বিসিসিটির নিবন্ধন প্রাপ্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। 

জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশের ওপর ঋণ পরিশোধের বোঝা বাড়ছে : টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, এক দশকে সবুজ জলবায়ু তহবিলের (গ্রিন ক্লাইমেট ফান্ড-জিএসএফ) ভূমিকা বেশ হতাশাজনক। অনুদানের বিপরীতে অধিক পরিমাণ ঋণ প্রদানের জন্য বাংলাদেশের মতো জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশের ওপর ঋণ পরিশোধের বোঝা বাড়ছে।

ঢাকার বাতাসে বিষাক্ত মিথেন, পাওয়া যাচ্ছে ভারী ধাতুর অস্তিত্বও!

আবহাওয়া ও জলবায়ুকে বিপর্যস্ত করতে মানবসৃষ্ট কারণের মধ্যে সবচে বড় ভূমিকা রাখে বায়ূদূষণ। গবেষকরা বলছেন, ব্ল্যাক কার্বন, মিথেনসহ যে বিষাক্ত গ্যাসগুলো আবহাওয়াকে বিপর্যস্ত করে তোলে, ঢাকাসহ দেশের অন্যান্য নগরে সেগুলোর বিস্তার মারাত্মক আকার ধারণ করেছে। দূষণের পরিমাণ এতটাই বেড়েছে, ঢাকার বাতাসে পাওয়া যাচ্ছে ভারী ধাতুর অস্তিত্বও।

চ্যালেঞ্জের মধ্যেই বাংলাদেশে বাস্তব অগ্রগতি দেখতে পাচ্ছি : এডিবির জলবায়ু দূত

দেশজুড়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উপায় নিয়ে বাংলাদেশকে পরামর্শ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবির জলবায়ু দূত ওয়ারেন ইভান্স বলেন, ‘বাংলাদেশের অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে জ্বালানির চাহিদা বৃদ্ধি।’ তিনি বলেন, বাংলাদেশ মানুষের জন্য, বিশেষ করে নারীদের জন্য তীব্র তাপের ঝুঁকি মোকাবিলায় সচেতনতা তৈরিতে ইতোমধ্যে বেশ ভালো পদক্ষেপ নিচ্ছে। জলবায়ুর প্রভাবের মুখে টিকে থাকতে ও অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে আগামী বছরগুলোতে বিনিয়োগ প্রয়োজন। এজন্য বড় ধরনের বিনিয়োগের প্রয়োজন হবে।

Pages