পদত্যাগ করলেন টুইটারের সিইও
অবশেষে সরেই দাঁড়ালেন ডিক কস্টোলো। পাকাপাকিভাবে জানালেন সে কথা। জুলাইয়ের ১ তারিখে টুইটারের সিইও হিসেবে নিজের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেবেন তিনি। তাঁর বদলে অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে কাজ করবেন টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডর্সি।urgentPhoto
একই সঙ্গে স্কয়ারের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করবেন ডর্সি। এর মাঝেই খোঁজা হবে কস্টোলোর একজন যোগ্য উত্তরসূরি। এ খবর জানিয়েছে ফরচুন এবং দ্য গার্ডিয়ান।
২০১০ সালে টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ইভান উইলিয়ামসের উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্ব নিয়েছিলেন কস্টোলো। তাঁর দায়িত্ব নেওয়ার খবরেই টুইটারের শেয়ারমূল্য বেড়ে গিয়েছিল।
কস্টোলো দায়িত্ব ছেড়ে দেওয়ায় টুইটারের সিএফও অ্যান্থনি নোটোর ওপর বাড়তি চাপ পড়বে। নিজের যোগ্যতার প্রমাণ তিনি আগেই রেখেছেন। ধারণা করা হচ্ছে, কস্টোলোর স্থলাভিষিক্ত হতে পারেন তিনিও।
এ ছাড়া টুইটারের গ্লোবাল প্রেসিডেন্ট অব রেভিনিউ অ্যাডাম বেইনও হতে পারেন নতুন সিইও। তবে এ ব্যাপারে টুইটারের বোর্ড অব ডিরেক্টরসই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।