অক্টোবরে মাইক্রোসফটের নতুন চমক
২০১৫ সালে মাইক্রোসফটের সব চমক এখনো ফুরিয়ে যায়নি। গেল মাসে উইন্ডোজ টেন প্রকাশের পর এই টেক জায়ান্ট পরিকল্পনা করছে আগামী অক্টোবরে আরো বেশ কয়েকটি চমক নিয়ে আসতে। প্রযুক্তিবিষয়ক চীনা ওয়েবসাইট ডব্লিউপিড্যাং দাবি করছে, একসঙ্গে চারটি হার্ডওয়্যার বাজারে ছাড়তে পারে মাইক্রোসফট। এগুলো হচ্ছে—দুটি লুমিয়া ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট, ট্যাব সারফেস ফোর আর পরিধানযোগ্য ব্যান্ড ‘ব্যান্ড টু’। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এক প্রতিবেদনে এমনই ইঙ্গিত করেছে।
লুমিয়ার দুটি ফ্ল্যাগশিপের ছবি এবং তথ্য এরই মধ্যে ফাঁস হয়ে গেছে। এতে ব্যবহারকারীদের আগ্রহ এখন তুঙ্গে। ট্যাব সারফেস ফোরে থাকছে নানা রকম আপডেট। আর পরিধানযোগ্য ব্যান্ড, যেটি একই সঙ্গে ফিটন্যাস ট্র্যাকার ও নোটিফিকেশন ডিভাইস হিসেবে কাজ করবে। আপনার উইন্ডোজ, আইওস ও অ্যানড্রয়েড ডিভাইসের সব আপডেট পাবেন এই ব্যান্ডে। যদিও প্রথমে ব্যান্ড বাজারে ছাড়ার পর মাইক্রোসফটের আগ্রহে কিছুটা ভাটা পড়েছিল, তবে এবার তারা আপগ্রেড করে নতুন ব্যান্ড বাজারে ছেড়েছে।
ধারণা করা হচ্ছে, একটি ইভেন্টের মাধ্যমে মাইক্রোসফট হয়তো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে পারে এগুলোর। ডব্লিউপিড্যাং বলছে, এক বা একাধিক ‘সারপ্রাইজ হার্ডওয়্যার’ও থাকতে পারে এই বহরে। হতে পারে কোনো পাতলা এক্সবক্স।
প্রযুক্তি-সংশ্লিষ্ট অনেকে আবার বলছেন, সারফেস ফোরের বাইরে অন্য কোনো সারফেসের উদ্বোধনীর ঘোষণাও আসতে পারে। কারণ, গত বছর সারফেস থ্রির ঘোষণার সঙ্গে একটি সারফেস মিনি বাজারে আসার কথা ছিল। কিন্তু উদ্বোধন হওয়ার কয়েক সপ্তাহ আগে তা বাতিল হয়। তাই অক্টোবরে একাধিক সারফেস আসার গুজব বেশ জোরেশোরেই বাজারে রয়েছে!
তবে সবকিছু ছাপিয়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে লুমিয়ার নতুন দুই ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট। লুমিয়া ৯৫০ ও লুমিয়া ৯৫০ এক্সএলের স্পেসিফিকেশন এরই মধ্যে ফাঁস হয়ে গেছে এবং ফাঁস হওয়া তথ্য অনুযায়ী সেট দুটি বাজারের আর অন্য সব ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত।
তার ওপর ধারণা করা হচ্ছে, এ দুটি সেটে শুরু থেকেই থাকবে উইন্ডোজ টেন। তাই লুমিয়াপ্রেমীরা বেশ উদগ্রীব হয়েই অপেক্ষা করছেন এই ফ্ল্যাগশিপ দুটির জন্য।
সারফেস ফোরে এর আগের ভার্সন থেকে বেশ কিছু পরিবর্তন আসার গুজব শোনা যাচ্ছে। পরিবর্তন আসতে পারে ডিসপ্লে সাইজ ও রেজ্যুলেশনে। এমনকি এটি আকারে আরো একটু পাতলা হতে পারে। সারফেস কিবোর্ডের ওপর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকার সম্ভাবনাও রয়েছে।